promotional_ad

র‍্যাঙ্কিংয়ে শরিফুলের লম্বা লাফ, পেছালেন সাকিব-লিটন

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ। এই সিরিজে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন শরিফুল ইসলাম। ৩ ম্যাচে দখল করেছেন ৫ উইকেট। আর তাতেই র‍্যাঙ্কিংয়ে লম্বা লাফ দিয়েছেন তিনি। ১১ ধাপ এগিয়ে ২৪ নম্বরে উঠে এসেছেন এই বাঁহাতি পেসার।


আইসিসির ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের বোলারদের মধ্যে তিনিই সেরা অবস্থানে আছেন। এদিকে এই সিরিজে ছিলেন না সাকিব আল হাসান। এর ফলে ৭ ধাপ পিছিয়ে ৩১ নম্বরে নেমে গেছেন তিনি। মেহেদী হাসান মিরাজও দারুণ উন্নতি করেছেন।



promotional_ad

১২ ধাপ এগিয়ে ৩২ নম্বরে উঠে এসেছেন মাত্র ৪.৩ ইকোনোমিতে ৪ উইকেট নেয়া মিরাজ। এই সিরিজে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন তাসকিন আহমেদ। তিনি ৮ উইকেট নিয়ে ২৭ ধাপ এগিয়ে ৪২ নম্বরে উঠে এসেছেন।


অন্যদিকে ৫ ধাপ এগিয়েছেন শুধু শেষ ওয়ানডে ম্যাচে খেলা মুস্তাফিজুর রহমান। বাংলাদেশের বোলারদের মধ্যে আর কেউ নেই সেরা একশোতে। বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষ পাঁচে আর কোনো বড় পরিবর্তন নেই। আগের মতোই শীর্ষ স্থান ধরে রেখেছেন কেশভ মহারাজ।


ব্যাটার র‍্যাঙ্কিংয়ে শীর্ষে পাকিস্তানি ব্যাটার বাবর আজম। লঙ্কান ব্যাটারদের মধ্যে তিন ধাপ এগিয়ে ৮ নম্বরে উঠে এসেছেন দারুণ এক সেঞ্চুরি হাঁকানো পাথুম নিশাঙ্কা। শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ সিরিজে ব্যাট হাতে তিন ম্যাচেই দারুণ অবদান রেখেছেন মুশফিকুর রহিম।



১৩৫ গড়ে ১৩৫ রান এসেছে এই উইকেটরুক্ষক ব্যাটারের ব্যাট থেকে। এমন পারফরম্যান্সে ৬ ধাপ এগিয়েছেন তিনি। উঠে এসেছেন ২৬ নম্বরে। এগিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্তও। তিনি ১০ ধাপ এগিয়ে আছেন ৩৯ নম্বরে। ১২ ধাপ এগিয়ে ৭৬ নম্বরে আছেন  তাওহীদ হৃদয়।


টানা দুই শূন্য রানের পর ওয়ানডে দল থেকেই বাদ পড়েছেন লিটন দাস। এর প্রভাব পড়েছে র‍্যাঙ্কিংয়েও। ৫ ধাপ পিছিয়ে তিনি নেমে গেছেন ৬০ নম্বরে। এদিকে অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে যথারীতি শীর্ষ স্থানে আছেন মোহাম্মদ নবি। আর দুই নম্বরে সাকিব।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball