promotional_ad

তানভীরের ঘূর্ণিতে আবাহনীর বড় জয়

ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


উইকেটে খানিকটা ঘাস থাকায় সকালের শুরুতে বাউন্স, সুইং পেলেন দুই পেসার মোহাম্মদ সাইফউদ্দিন এবং আল ফাহাদ। তবে পুরো ম্যাচে রাজত্ব দেখালেন তানভীর ইসলাম। বাঁহাতি স্পিনারের ঘূর্ণিতে রীতিমতো খাবি খেয়েছেন ব্রাদার্স ইউনিয়নের ব্যাটাররা। ৬ ওভারে মাত্র ৭ রান দিয়ে ৫ উইকেট নিয়ে ব্রাদার্সকে একাই ধসিয়ে দিলেন তানভীর। ৭২ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে কোন চ্যালেঞ্জ ছাড়াই ৮ উইকেটের বড় জয় পেয়েছে আবাহনী লিমিটেড।


ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে জয়ের জন্য ৭২ রান তাড়ায় শুরুতেই উইকেট হারায় আবাহনী। ইনিংসের তৃতীয় ওভারের শেষ বলে নূরের শর্ট লেংথ ডেলিভারিতে মিড অফের উপর দিয়ে খেলতে চেয়েছিলেন সাব্বির হোসেন। তবে টপ এজ হয়ে মিড অফে থাকা আবির হোসেনের হাতে ক্যাচ দিতে হয়েছে তাকে। আবাহনীর ওপেনার এদিন ফিরেছেন ২ রানে।



promotional_ad

আরেক ওপেনার নাইম শেখ শুরুতে খানিকটা ধুঁকলেও নিজেকে সামলে নিতে সময় নেননি। যদিও আক্রমণাত্বক ব্যাটিং করতে গিয়ে নিজের উইকেট দিয়ে এসেছেন। বাংলাদেশের ‘মালিঙ্গা’ খ্যাত পেসার নূরের নিচু হওয়া ডেলিভারিতে মিড উইকেট দিয়ে খেলতে চেয়েছিলেন নাইম। তবে বলের লাইন মিস করে বোল্ড হতে হয়েছে বাঁহাতি এই ওপেনারকে।


নাইমের ব্যাট থেকে এসেছে ৩২ বলে ৩০ রান। এরপর আবাহনীকে জেতাতে বাকি কাজটা সেরেছেন এনামুল হক বিজয় এবং আফিফ হোসেন ধ্রুব। দেলোয়ার হোসেনের বলে স্লগ সুইপ করে ছক্কা মেরে দলের জয় নিশ্চিত করেছেন আফিফ। বাঁহাতি এই ব্যাটার অপরাজিত ছিলেন ২৩ রানে। এদিকে তিনে নামা বিজয় করেছেন ৭ রান। ব্রাদার্সের হয়ে দুটি উইকেটই নিয়েছেন নূর।


এর আগে সকালে ব্যাটিং করতে নেমে ভালো শুরুই পেয়েছিল ব্রাদার্স। উদ্বোধনী জুটিতে রহমতউল্লাহ আলী এবং আব্বাস মুসা আলভি যোগ করেন ৩৪ রান। আলভির বিদায়ে ভাঙে তাদের জুটি। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। ওপেনিংয়ে নেমে বেশ ভালো ব্যাটিং করছিলেন রহমতউল্লাহ। ৩৫ রান করা এই ব্যাটারকে ফিরিয়েছেন ফাহাদ।



পরবর্তীতে তানভীরের স্পিন বিষে নীল হয় ব্রাদার্স। ইনিংসের সপ্তম ওভারে প্রথমবার বোলিংয়ে এসেই আলভিকে ফেরান বাঁহাতি এই স্পিনার। এরপর ব্রাদার্স ইউনিয়নের আরও চার ব্যাটারকে নিজের শিকার বানিয়েছেন। মারাজ মাহবুব নিলয়কে ফিরিয়ে ৫ উইকেট তুলে নেন। সব মিলিয়ে ৬ ওভারে ৭ রান দেয়া তানভীর নিয়েছেন ৩ মেইডেন। তার ঘূর্ণিতেই ৭১ রানে অল আউট হয় প্রতিপক্ষ। আবাহনীর হয়ে তানভীরের পাশাপাশি দুটি করে উইকেট নিয়েছেন ফাহাদ এবং রাকিবুল হাসান।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball