promotional_ad

পেরিদের হারিয়ে সিরিজ জিততে চায় বাংলাদেশ

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বাংলাদেশ নারী দলের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে ঢাকায় পা রেখেছে অস্ট্রেলিয়া দল। সিরিজটি নারী চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ। এর আগেও অস্ট্রেলিয়া দল বাংলাদেশে খেলতে এসেছে। তাও এক দশক আগে।


২০১৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলেছিল অজিরা এই মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামের মাটিতেই। সেবার ঢাকা থেকে বিশ্বকাপের ট্রফি হাতে দেশে ফিরেছিলেন এলিসা পেরিরা। এবারও তারা বাংলাদেশের বিপক্ষে সিরিজ জিতেই দেশে ফিরতে চাইবে।


শক্তিমত্তায় বেশ এগিয়ে থাকলেও অস্ট্রেলিয়াকে ছেড়ে কথা বলবে না বাংলাদেশ। টাইগ্রেসদের প্রধান নির্বাচক সাজ্জাদ আহমেদ শিপন জানিয়েছেন, সিরিজ জেতাই তাদের মূল লক্ষ্য। তিন ম্যাচে জিততে পারলে বাংলাদেশের ঝুলিতে যুক্ত হবে ৯ পয়েন্ট। সেখানেই চোখ বাংলাদেশের।



promotional_ad

এ প্রসঙ্গে গণমাধ্যমকে তিনি বলেছেন, 'সিরিজ জেতা আমাদের লক্ষ্য। কারণ গ্লোবাল টুর্নামেন্ট খেলতে হলে ওয়ানডে সিরিজে আমাদের পয়েন্ট দরকার। ওই পয়েন্টের জন্য আমরা মূলত তাকিয়ে আছি।'


বিশ্ব ক্রিকেটের ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। কদিন পড়েই বাংলাদেশের মাটিতে বসছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। এই টুর্নামেন্টকে সামনে রেখেই নিজেদের ঝালিয়ে নিতে এসেছে অজিরা। অন্যদিকে বাংলাদেশ দলের জন্যও এটি ড্রেস রিহার্সাল।


শিপন জানিয়েছেন এই সিরিজটি জিততে পারলে বিশ্বব্যপী আলোড়ন ফেলতে পারবেন তারা। প্রত্যাশা নিয়ে তিনি বলেন, 'অবশ্যই জেতাটা আমাদের জন্য জরুরি। কারণ জিতলেই আমরা কাভারেজ পাব বেশি। মাইলেজ আসবে বেশি। স্পন্সর আসবে আরও। একটার সঙ্গে একটা পরিপূরক।'


বাংলাদেশ নারী দলও ওয়ানডেতে বেশ শক্তিশালী। ২০১৮ সালে এই দলটিই এশিয়া কাপের শিরোপা জিতেছে। এ ছাড়া গত বছর ঘরের মাঠে ভারতের বিপক্ষে সিরিজ ড্র করেছে। অজিদের বিপক্ষে সিরিজটি ওয়ানডে হওয়ায় প্রত্যাশার মাত্রে একটু বেশিই।



এ প্রসঙ্গে শিপন বলেন, 'মাঠের খেলায় অবশ্যই আমরা ভালো করতে চাই। আমাদের মূল লক্ষ্যই হচ্ছে সিরিজ জেতা। ওয়ানডেটা আমাদের মূল মনোযোগের জায়গা। আমরা ওয়ানডেটা বেশি পাখির চোখ করে রাখছি।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball