promotional_ad

টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন মুশফিক

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিততে বড় ভূমিকা রেখেছেন মুশফিকুর রহিম। ৩ ম্যাচে ১৩৫ রান এসেছে তার ব্যাট থেকে। প্রথম ওয়ানডেতে নাজমুল হোসেন শান্তকে নিয়ে অবিচ্ছিন্ন ১৬৫ রানের জুটি ও শেষ ওয়ানডেতে মেহেদী হাসান মিরাজকে নিয়ে ৪৮ রানের জুটি গড়েছিলেন তিনি।


এরপর শেষদিকে রিশাদ হোসেনকে নিয়ে ৫৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে বাংলাদেশকে জেতাতে দারুণ ভূমিকা রেখেছেন এই উইকেটরক্ষক ব্যাটার। এমন পারফরম্যান্সের পর টেস্ট সিরিজেও তার প্রতি ভালো কিছুর প্রত্যাশা ছিল টিম ম্যানেজমেন্টের।



promotional_ad

যদিও পুরো টেস্ট সিরিজেই তাকে পাচ্ছে না বাংলাদেশ দল। লঙ্কানদের বিপক্ষে শেষ ওয়ানডেতে আঙুলে চোট পেয়েছিলেন তিনি। এই চোটের কারণেই টেস্ট সিরিজে অনিশ্চিত মুশফিক। সোমবার রাতেই ঢাকায় ফিরেছেন মুশফিক। এরপরই তার স্ক্যান করানো হয়েছে।


বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটি সূত্র জানিয়েছে, স্ক্যানে চিড় ধরা পড়েছে এই উইকেটরক্ষক ব্যাটারের। সাধারণত এই ধরনের চোট থেকে সেরে উঠতে অন্তত চার থেকে পাঁচ সপ্তাহ সময় লাগে। ফলে বলাই যাচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে খেলা হচ্ছে না মুশফিকের।


যদিও মুশফিকের ছিটকে যাওয়ার বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তার বদলিও ঘোষণা করা হয়নি। আগামী ২২ মার্চ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার টেস্ট সিরিজ। আর ৩০ মার্চ থেকে মার্চ থেকে সিরিজের শেষ টেস্টে মাঠে নামবে দুই দল। এর আগে টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে জিতেছিল শ্রীলঙ্কা।




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball