‘জোনে পেলে মেরে দাও’, রিশাদকে বলেছিলেন মুশফিক

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
শুধু ম্যাচ নয় সিরিজ জয়ের জন্য তখনও বাংলাদেশের প্রয়োজন ৫৮ রান। মেহেদী হাসান মিরাজের বিদায়ে সমীকরণটা আরও একটু কঠিন হয়ে গেল স্বাগতিকদের জন্য। তবে পরোক্ষণেই সব ওলট-পালট করে দিলেন রিশাদ হোসেন। ১৮ বলে অপরাজিত ৪৮ রানের ইনিংসে বাংলাদেশকে এনে দিলেন সহজ জয়। রিশাদের এমন ব্যাটিংয়েও সিরিজও জিতে নিয়েছে বাংলাদেশ।
চলমান ওয়ানডে সিরিজে এদিনই প্রথম সুযোগ পেয়েছিলেন রিশাদ। আগে বোলিং করে ৯ ওভারে ৫১ রান দিয়ে নিয়েছিলেন ১ উইকেট। ম্যাচসেরা হওয়ার জন্য বাকি কাজটা সেরেছেন ব্যাটিংয়ে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে প্রতিক্রিয়া জানাতে গিয়ে রিশাদ বলেন, ‘প্রথমত, আলহামদুলিল্লাহ। অনেক ভালো লাগছিল নিজে ম্যাচটা জিতে আসতে পেরেছি।’

মিরাজ ফেরার পর ব্যাটিংয়ে এসে প্রথম বলেই হাসারাঙ্গাকে স্লগ ছক্কা মেরেছেন রিশাদ। পরবর্তীতে আরও তিনটি ছক্কা ও পাঁচটি চার মেরেছেন ডানহাতি এই ব্যাটার। হাসারাঙ্গার বিপক্ষে তো রীতিমতো তাণ্ডব চালিয়েছেন তিনি। সবগুলো বাউন্ডারিই মেরেছেন তার বিপক্ষে। যেখানে ডানহাতি এই লেগ স্পিনারের এক ওভারেই নিয়েছেন ২৪ রান।
এমন ব্যাটিংয়ের পরও রিশাদ জানিয়েছেন শুরুতে তিনি খানিকটা নার্ভাস ছিলেন। তবে বল ব্যাটে লাগার পর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। এ প্রসঙ্গে রিশাদ বলেন, ‘না, প্রথমে আমি একটু নার্ভাস ছিলাম, পরে আমি ব্যাটে-বলে ভালোভাবেই সংযোগ করতে পেরেছি।’
বাংলাদেশকে জেতাতে মুশফিকুর রহিমের সঙ্গে ২৫ বলে অবিচ্ছিন্ন ৫৯ রানের জুটি গড়েছেন রিশাদ। শুরু থেকেই আক্রমণাত্বক ব্যাটিং করতে থাকায় মুশফিক তাকে সতর্ক করেছেন কিনা। এমন প্রশ্নের জবাবে রিশাদ বলেন, ‘মুশফিক ভাই বলেছেন, তোমার জোনে (জায়গায়) বল পেলে মেরে দাও। কোন সমস্যা নেই।’