পারফর্ম না করলে দুনিয়ার কোথাও খেলতে পারবেন না: মিরাজ

ছবি: ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
‘সে ভীষণ বিপজ্জনক’, বুমরাহর স্ত্রীকে মিরাজ
২০ ফেব্রুয়ারি ২৫
ওয়ানডে ক্রিকেটে বেশ কিছুদিন ধরেই অফ-ফর্মে ছিলেন লিটন দাস। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে দলে জায়গা হারিয়েছেন তিনি। বাংলাদেশ দলের এই ওপেনারের জায়গা হারানোকে স্বাভাবিকভাবেই দেখছেন মেহেদী হাসান মিরাজ। তার মতে, পারফর্ম না করলে যে কেউই জাতীয় দলে জায়গা হারাতে পারেন।
সিরিজের প্রথম দুই ওয়ানডেতেই ব্যর্থ হয়েছেন লিটন কুমার দাস। দুই ম্যাচেই আউট হয়েছেন শূন্য রানে। ওয়ানডেতে তিনি বেশ কিছুদিন ধরেই ধারাবাহিক নন। গত ২০টি ইনিংসে ইংল্যান্ডের বিপক্ষে ৭৬ ও ভারতের বিপক্ষে ৬৬ ছাড়া আর কোনো হাফ সেঞ্চুরি নেই লিটনের।

এই দুই হাফ সেঞ্চুরিও যেন অনেকটাই মলিন, মূল্যহীন, কেননা দুটি ম্যাচেই বাংলাদেশ হেরেছিল। গেল বিপিএলে অবশ্য রানের মধ্যেই ছিলেন লিটন। তবে বিপিএল শেষ হতেই আবারও ধারাবাহিকতার ওভাবে ভুগছেন তিনি।
গুলশানের ১৯ জনেও নেই লিটন
৩ মার্চ ২৫
লিটনের বাদ পড়া নিয়ে মিরাজ বলেন, 'প্রতিটা প্লেয়ারের পারফর্ম করতে হবে। পারফর্ম না করলে আসলে আপনি জাতীয় দল না, দুনিয়ার কোনো জায়গায় খেলতে পারবেন না। পারফর্ম করেই খেলতে হবে প্রত্যেকটা জায়গায়। আমার কাছে মনে হয় প্রত্যেকটা প্লেয়ার আরও বেশি সিরিয়াস হওয়া উচিত পারফরম্যান্সের ক্ষেত্রে। কোন জায়গা উন্নতি করলে ভালো হবে সেটা নিয়ে কাজ করা উচিত।'
'অটোচয়েজ এটা আসলে দেখেন জাতীয় দলে কিন্তু পারফর্ম করে খেলতেই হবে। আপনি প্রতিনিয়ত পারফর্ম করে খেলতেই হবে। আমিও যদি ভালো না খেলি আমাকেও কিন্তু বাদ দেওয়া হবে। জাতীয় দল এমন একটা জায়গা এখানে পারফর্ম করেই প্রতিষ্ঠিত হতে হবে। দেখেন মুশফিক ভাই অনেক বছর সার্ভিস দিসে বাংলাদেশে একটা জায়গায় এসেছে। আরও যারা আছে রিয়াদ ভাই আছে তিনিও এখন খেলছেন। আপ ডাউনস থাকে সবার। আমার কাছে মনে হয় যে পারফর্ম করে দলে থাকাটা গুরুত্বপূর্ণ। অটোচয়েজ... যেটা বললেন আপনি খারাপ খেললে তো কখনও দলে সুযোগ পাবেন না। এটা প্রত্যেকটা প্লেয়ারের ক্ষেত্রেই হতে পারে।'
দুর্দিনে অবশ্য লিটনের ভালো ইনিংসগুলোর কথাও মনে রেখেছেন মিরাজ। এই অলরাউন্ডারের প্রত্যাশা দ্রুতই ওয়ানডে দলে ফিরবেন এই ওপেনার। আগের মতোই সাবলীল ইনিংসে বাংলাদেশ দলকে জয়ের স্বাদ দেবেন তিনি।
মিরাজ আরও বলেন, 'লিটনদা অনেক ভালো ভালো ইনিংস খেলেছে। অনেক ইনিংস আছে যেটা স্মরণীয়। আমি মনে করি, যে ও বাদ পড়েছে এরকম কিছু না। ও আবার কামব্যাক করতে পারবে এটা আমি বিশ্বাস করি। ওর ভিতর সেই সামর্থ্য আছে। আমরা জানি ও কী টাইপের প্লেয়ার লিটনদা। এখন বাদ পড়েছে এরকম কিছু না। এখন হয়ত একটু অফ ফর্মে আছে। আবার সে বাংলাদেশ দলে আসবে এটা আমি বিশ্বাস করি।'