promotional_ad

সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ নেই হৃদয়ের

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ইনিংসের শেষ ওভারে লাহিরু কুমারার তখনও ৩ বল বাকি, সেঞ্চুরির করতে তাওহীদ হৃদয়ের প্রয়োজন ১৬ রান। এমন সমীকরণের সামনে দাঁড়িয়ে লাহিরুর অফ স্টাম্পের বাইরের লেংথ ডেলিভারিতে স্কুপ করতে চাইলেন হৃদয়। তবে লঙ্কান পেসারের স্লোয়ারে বোকা বনে গিয়ে দিলেন ডট। বল ব্যাটে লাগাতে না পেরে নিজের ওপর হতাশা ঝাড়ছিলেন হৃদয় নিজেই। তখন ২ বল বাকি থাকলেও হৃদয় সেঞ্চুরি থেকে ১৬ রান দূরেই ছিলেন।


লাহিরুর দুর্দান্ত ইয়র্কারের পরও পরের বলে সোজা বোলারের মাথার ওপর দিয়ে ছক্কা মারলেন হৃদয়। শেষ বলে হৃদয় বল উড়িয়ে সীমানা ছাড়া করেছেন ডিপ স্কয়ার লেগের ওপর দিয়ে। টানা দুই বলে দুই ছক্কা মেরে হৃদয় যখন ৯৬ রানে পৌঁছালেন তখন শেষ বাংলাদেশের ইনিংস। অপরাজিত থেকে যখন ড্রেসিং রুমের দিকে ফিরছিলেন তখন হতাশার ছাপ স্পষ্ট করছিল ক্যামেরার লেন্স। যদিও সেঞ্চুরি না পাওয়া নিয়ে আক্ষেপ করতে চান না তিনি।



promotional_ad

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে হৃদয় বলেন, ‘আমার কোনো আক্ষেপ নাই, যেটা হয়েছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ বলতে পারে হয়ত ৯৬, আরেকটা বল থাকলে হয়ত অনেকেই অনেক কিছু বলতে পারে। আমি তো প্রথম বলেও আউট হয়ে যেতে পারতাম। আগের ম্যাচে রান করতে পারিনি। টি-টোয়েন্টিতেও দ্রুত আউট হয়ে গেছি। আমার প্ল্যান থাকে যদি শুরু পেয়ে যাই যেন বড় করতে পারি।’


লিটন দাস ফেরার পর দারুণ জুটি গড়ে বাংলাদেশকে এগিয়ে নিচ্ছিলেন নাজমুল হোসেন শান্ত এবং সৌম্য সরকার। তারা দুজন আউট হয়ে যাওয়ার পর দ্রুতই ফিরেছেন মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ এবং মুশফিকুর রহিম। দ্রুত কয়েক উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ। ১৮৯ রানে ৬ উইকেট হারানোর পর বাংলাদেশকে টেনেছেন হৃদয়।


তাকে দারুণভাবে সঙ্গ দিয়েছেন তানজিম হাসান সাকিব ও তাসকিন আহমেদ। দ্রুত উইকেট হারানোর ফলে থিতু হতে খানিকটা সময় নিচ্ছিলেন হৃদয়। যার ফলে হাফ সেঞ্চুরি পেতে ডানহাতি এই ব্যাটারকে খেলতে হয়েছে ৭৪ বল। হাফ সেঞ্চুরির পর অবশ্য ব্যাটিংয়ের ধরণ পরিবর্তন করেছেন। নিজের খেলা শেষ ২৮ বলে ৪৬ রান করেছেন তিনি। শুরুতে ধীরগতিতে ব্যাটিংয়ের ব্যাখ্যা দিয়েছেন ম্যাচ শেষে।



হৃদয় বলেন, ‘যেটা বললেন ধীরগতির ছিল, আপনার আসলে পরিস্থিতিটাও বুঝতে হবে। একটু পর পর উইকেট পড়ছিল। আমার মাথা যতটুকু কাজ করেছে আমি চেষ্টা করেছি খেলা শেষ করার যেহেতু ব্যাটার ছিল না। যদি থাকত তাহলে হয়ত ভিন্ন দৃশ্য হত। প্রথম থেকেই আমি যা দেখছিলাম একটু পর পর উইকেট হারানোয় আমার লক্ষ্য ছিল আমি খেলাটা শেষ করব। যেহেতু আমি সেট ব্যাটার আমি খেলাটা শেষ করলে ভালো হবে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball