হুইলচেয়ারে থাকলেও ধোনিকে খেলাবে চেন্নাই: উথাপ্পা

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) গত বেশ কয়েকটি আসর থেকেই গুঞ্জন বইছে অবসর নিচ্ছেন মহেন্দ্র সিং ধোনি। কিন্তু এসব গুঞ্জন উপেক্ষা করে খেলেই চলেছেন এই উইকেটরক্ষক ব্যাটার। এবারও চেন্নাই সুপার কিংসকে নেতৃত্ব দেবেন তিনি।
ধোনির সাবেক সতীর্থ রবিন উথাপ্পা মনে করেন শারীরিকভাবে ফিট থাকলে আরও কয়েকটি আইপিএল মৌসুমে দেখা যেতে পারে ধোনিকে। এই উইকেটরক্ষক ব্যাটারের নেতৃত্বে আইপিএলের পাঁচটি শিরোপা ঘরে তুলেছে চেন্নাই। ফলে আইপিএল ইতিহাসের সেরা এই অধিনায়কে কোনোভাবেই ছাড়তে চাইবে না ফ্র্যাঞ্চাইজিটি।

২০২০ সালের আগস্টে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন ধোনি। এরপর থেকেই আইপিএলেই শুধু দেখা যায় ধোনিকে। গত আইপিএলের পর হাঁটুতে অস্ত্রোপচার করাতে হয়েছে তাকে। মূলত এ কারণে ধোনির ক্রিকেট ক্যারিয়ার নিয়ে আবারও ধোঁয়াশা তৈরি হয়েছে।
সম্প্রতি জিও সিনেমার ‘লিজেন্ডস লাউঞ্জ’ অনুষ্ঠানে এক পর্যায়ে ধোনিকে নিয়ে নিজের প্রত্যাশার কথা বলেন উথাপ্পা। তিনি মনে করেন ধোনি হুইলচেয়ারে থাকলেও চেন্নাই তাকে খেলাবে। তবে হাঁটুর চোটের কারণে তিনি নিয়মিত কিপিং করতে পারবেন কিনা তা নিয়ে শঙ্কা দেখছেন উথাপ্পা।
তিনি বলেন, 'যদি সে হুইলচেয়ারেও থাকে, তবুও চেন্নাই সুপার কিংস তাকে খেলাবে! তাকে বলতে পারে, ‘হুইলচেয়ার থেকে ওঠো, ব্যাট করো, এরপর বসে থাকো।’ আমি মনে করি না, ব্যাটিং তার জন্য কোনো সমস্যা হবে। তবে, ভাবনাটা উইকেটকিপিং নিয়ে।'
এ প্রসঙ্গে বিস্তারিত ব্যাখ্যা দিয়ে উথাপ্পা বলেন, 'তার হাঁটুতে চোট আছে এবং সে কিপিং করতে পছন্দ করে। তাই সে যদি কিপিং করতে না পারে এবং দলের জন্য কিছু করতে না পারে, তাহলে হয়তো এ কারণেই খেলাটি থেকে সরে যাবে।'
আগামী ২২ মার্চ থেকে আইপিএলের আসর শুরু হচ্ছে। উদ্বোধনী ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে মাঠে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই। বেশ কিছুদিন আগেই চেন্নাই দলের সঙ্গে অনুশীলনে দেখা গেছে ধোনিকে। নিয়মিত তিনি ব্যাটিং অনুশীলন করছেন নেটে।