মাহফুজুর-রুয়েলদের দুর্দান্ত বোলিংয়ে গাজী ক্রিকেটার্সের জয়

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
শরিফুল-তানজিদে রূপগঞ্জের উড়ন্ত সূচনা
১৪ ঘন্টা আগে
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) দ্বিতীয় রাউন্ডের খেলায় পারটেক্স স্পোর্টিং ক্লাবকে পাঁচ উইকেটে হারিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। মাহফুজুর রাব্বি, জয়নুল ইসলাম এবং রুয়েল মিয়াদের অসাধারণ বোলিং এবং অধিনায়ক মেহেদী মারুফের হাফ সেঞ্চুরিতে এই জয় পেয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স।
টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায় পারটেক্স। রুয়েল মিয়ার করা প্রথম ওভারেই ফিরে যান মুনিম শাহরিয়ার এবং মিজানুর রহমান। দুই ওপেনারই শূন্য রানে ফিরে যান।
প্রথম বলেই মুনিমকে কট অ্যান্ড বোল্ড করেন রুয়েল। এক বল পরই এই পেসারের বল মিজানুরের ব্যাটের কানায় লেগে উইকেটের পেছনে চলে যায়। ক্যাচটি লুফে নেন উইকেটরক্ষক জয়নুল ইসলাম। দলীয় অষ্টম ওভারে মাইশুকুর রহমানকে ৬ রানে বোল্ড করেন শেখ পারভেজ হোসেন জীবন।

তারপর আঘাত হানেন জয়নুল ইসলাম। তাকে এক্সট্রা কাভারে ড্রাইভ করতে গিয়ে রুয়েলের হাতে ধরা পড়েন আজমির আহমেদ (৩২)। জাহিদুজ্জামানকেও উইকেটে টিকতে দেননি মাহফুজুর রাব্বি। ১৪ রান করা এই ব্যাটার উইকেটের পেছনে প্রীতম কুমারকে ক্যাচ দেন।
জয়ে শুরু শাইনপুকুরের
৭ ঘন্টা আগে
আসা-যাওয়ার মিছিল চলতেই থাকে পারটেক্সের। মাত্র ৬৯ রানে আট উইকেট হারানো দলটিকে পথ দেখান রাজিবুল ইসলাম এবং মোহর শেখ। ৫৫ বলে ৩২ রান করেন রাজিবুল, ৪২ বলে ৩০ রানে অপরাজিত থাকেন মোহর শেখ।
গাজীর হয়ে ২৫ রান খরচায় চার উইকেট নেন মাহফুজুর রাব্বি। ৪৩ রান খরচায় তিন উইকেট নেন জয়নুল ইসলাম। ১৪ রান খরচায় দুই উইকেট নেন মোহর শেখ।
লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকে উইকেট হারাতে থাকে গাজীর ক্রিকেটাররাও। তোফায়েল আহমেদকে উড়িয়ে মারতে গিয়ে ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্টে রাকিবুল আতিককে ক্যাচ দেন হাবিবুর রহমান। ১৩ রান আসে তার ব্যাটে।
তোফায়েলকে উড়িয়ে মারতে গিয়ে পিনাক ঘোষও ক্যাচ দেন রাকিবুলকে। তিনিও করেন ১৩ রান। আনিসুল ইসলাম (৬), প্রীতম কুমারদের (১৫) আসা যাওয়ার মধ্যে দিয়ে গাজীকে জয়ের বন্দরে পৌঁছে দেন মেহেদী মারুফ। ৯৪ বলে ছয়টি চারে ৫৯ রান আসে গাজীর অধিনায়কের ব্যাটে।