বাংলাদেশ সফরের অস্ট্রেলিয়া দলে পরিবর্তন

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ব্যাটিং ব্যর্থতায় হোয়াইটওয়াশ বাংলাদেশ
১ ফেব্রুয়ারি ২৫
আগামী কয়েকমাস ব্যস্ত সময় যাবে বাংলাদেশের নারী ক্রিকেটে। আসন্ন মার্চ-এপ্রিল মাসে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজে মাঠে নামবে নিগার সুলতানা জ্যোতির দল। এই উপলক্ষে কিছুদিন আগেই শক্তিশালী স্কোয়াড ঘোষণা করে অস্ট্রেলিয়া নারী দল। এবার সেই দলে পরিবর্তন আনল অস্ট্রেলিয়া।
ন্যাভিকুলার স্ট্রেস ইনজুরির কারণে অস্ট্রেলিয়া দলে খেলা হচ্ছে না ডার্সি ব্রাউনের। এক বিবৃতিতে এমনটা নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। তার পরিবর্তে এই স্কোয়াডে সুযোগ পেয়েছেন গ্রেস হ্যারিস। হ্যারিস অবশ্য এই সফরের টি-টোয়েন্টি দলে ছিলেন, এবার ওয়ানডে দলেও এলেন।
এ ছাড়া স্কোয়াডের স্ট্যান্ড বাই তালিকায় থাকা হিদার গ্রাহামকেও পাচ্ছে না অস্ট্রেলিয়া। অসুস্থতার কারণে নিজেকে সরিয়ে নিয়েছেন তিনিও। আগেই এই সিরিজ থেকে সরিয়ে নেয়া হয়েছিল জেস জোনাসেনকে। তার পরিবর্তে স্কোয়াডে জায়গা পেয়েছিলেন টায়লা ভ্লাইমিঙ্ক।

বাংলাদেশের বিপক্ষে আসন্ন এই সিরিজে পূর্ণ শক্তির দল নিয়েই আসছে অস্ট্রেলিয়া। দলটিতে অ্যালিসা হিলির নেতৃত্বে আছেন তাহলিয়া ম্যাকগ্রা, অ্যাশলে গার্ডনার, বেথ মুনি এবং এলিস পেরিদের সবাই।
আগামী সেপ্টেম্বরে বাংলাদেশের মাটিতে হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই আসরের প্রস্তুতি হিসেবেই বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া। এ কারণে বাংলাদেশের বিপক্ষে পূর্ণ শক্তির দলই খেলাতে চায় তারা।
প্রথমবারের মতো বাংলাদেশে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে আসবে অস্ট্রেলিয়া। এর আগে একবারই বাংলাদেশ সফরে আসে অস্ট্রেলিয়ার নারীরা। ২০১৪ সালের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে সেবার এসেছিল এলিস পেরিরা।
এবার ১০ বছর পর আবারও আসবে তারা। বাংলাদেশ নারী দলের বিপক্ষে তিনটি ওয়ানডে এবং সমান সংখ্যক টি-টোয়েন্টি খেলবে তারা।
অস্ট্রেলিয়া স্কোয়াড- অ্যালিসা হিলি (অধিনায়ক), গ্রেস হ্যারিস, অ্যাশলে গার্ডনার, কিম গার্থ, অ্যালানা কিং, ফোবি লিচফিল্ড, তাহলিয়া ম্যাকগ্রা (সহ-অধিনায়ক), সোফি মলিনেক্স, বেথ মুনি, এলিস পেরি, মেগান স্কাট, অ্যানাবেল সাদারল্যান্ড, জর্জিয়া ওয়ারহাম, টায়লা ভ্লাইমিঙ্ক।