promotional_ad

‘ছন্দহীন’ মুস্তাফিজের অভিজ্ঞতায় আস্থা ব্রাভোর

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বাংলাদেশের হয়ে সবশেষ তিন টি-টোয়েন্টিতেই খরুচে বোলিং করেছেন মুস্তাফিজুর রহমান। শ্রীলঙ্কার বিপক্ষে টানা তিন ম্যাচেই দিয়েছেন চল্লিশের বেশি রান। যেখানে উইকেট পেয়েছেন মোটে দুইটা। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আগে বাঁহাতি এই পেসারের এমন ধারহীন বোলিং চিন্তার কারণ হতে পারে চেন্নাই সুপার কিংসের জন্য। যদিও ছন্দহীন মুস্তাফিজের অভিজ্ঞতায় ভরসা রাখছেন ডোয়াইন ব্রাভো।


ক্যারিয়ারের শুরুতে সাড়া ফেললেও সাম্প্রতিক বছরগুলোতে নিজের সেরা ছন্দ দেখাতে পারছেন না মুস্তাফিজ। একটা সময় বাঁহাতি এই পেসারকে নিয়ে আতঙ্কে থাকা ব্যাটাররাও খেলছেন অনায়াসেও। নিয়মিত ভালো পারফর্ম করতে না পারায় দিল্লি ক্যাপিটালসও ছেড়ে দেয় তাকে। যে কারণে আইপিএল নিলামে মুস্তাফিজের দল পাওয়া ছিল শঙ্কার মাঝে।



promotional_ad

যদিও শেষ পর্যন্ত ২ কোটি রূপিতে বাংলাদেশের এই পেসারকে নিলাম থেকে দলে নিয়েছে চেন্নাই। মহেন্দ্র সিং ধোনির অধীনে খেলতে যাওয়ার আগে নিজেকে হারিয়ে খুঁজছেন মুস্তাফিজ। জাতীয় দলের পাশাপাশি সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) নিজের পুরনো ধার দেখাতে পারেননি বাঁহাতি এই পেসার।


সাম্প্রতিক সময়ে ছন্দে না থাকলেও মুস্তাফিজকে এগিয়ে রাখছে জাতীয় দলের হয়ে লম্বা সময় খেলা এবং আইপিএলের অভিজ্ঞতা। এখন পর্যন্ত মুম্বাই ইন্ডিয়ান্স, সানরাইজার্স হায়দরাবাদ, রাজস্থান রয়্যালস এবং দিল্লির হয়ে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলেছেন। মুস্তাফিজের এমন অভিজ্ঞতাতেই আস্থা রাখছে চেন্নাই চেন্নাইয়ের পেস বোলিং কোচ।


বোলিং বিভাগকে নিয়ে কথা বলতে গিয়ে ব্রাভো বলেন, ‘আমাদের ভালো একটি দল রয়েছে। গত মৌসুমে যেখানে শেষ করেছি সেখান থেকে শুরু করতে চাই। অনভিজ্ঞ বোলিং আক্রমণ নিয়ে আমরা সত্যিই অনেক ভালো খেলেছি। এই বছর তো আমরা শার্দুলকে (ঠাকুর) ফিরে পেয়েছি, যেটা বোনাস।’



‘ফিজও (মুস্তাফিজুর রহমান) অভিজ্ঞ এবং মান সম্পন্ন। (মাথিশা) পাথিরানা আছে, যাকে আমরা বেবি মালিঙ্গা ডাকি। তুষার দেশপান্ডে, যে গত মৌসুমে ভালো করেছিল। এই ছেলেদের সঙ্গে কাজ করতে পেরে ভালো লাগছে এবং আসন্ন মৌসুমের দিকে তাকিয়ে আছি।’


২২ মার্চ থেকে পর্দা উঠছে আইপিএলের এবারের আসরের। বর্তমান চ্যাম্পিয়নরা খেলতে নামবে রয়্যাল চ্যালেঞ্জার্সের বিপক্ষে, উদ্বোধনী ম্যাচেই। চেন্নাইয়ের উইকেট খানিকটা মন্থর হওয়ায় বাড়তি সুবিধা পাবেন মুস্তাফিজ। মাথিশা পাথিরানা চোটে পড়ায় প্রথম ম্যাচ থেকেই একাদশে থাকতে পারেন বাংলাদেশের এই পেসার।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball