promotional_ad

'রোহিতের জন্য গোটা দুনিয়া খোলা, নেতৃত্ব দিতে পারে চেন্নাইকেও'

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) অন্যতম সফল দুই দল চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ান্স। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে আইপিএলের ৫টি শিরোপা ঘরে তুলেছে চেন্নাই। অন্যদিকে ২০১৩ থেকে ২০২০ পর্যন্ত আট আসরের পাঁচটিতে শিরোপা জিতে চেন্নাইকে সমানে সমান টক্কর দিচ্ছে মুম্বাই।


দলটির সাফল্যের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রোহিত শর্মার। যদিও এবারের আসরে মুম্বাইয়ের নেতৃত্ব দিতে দেখা যাবে হার্দিক পান্ডিয়াকে। এই অলরাউন্ডারকে গুজরাট টাইটান্স থেকে উড়িয়ে এনেছে দলটি। অনেকের ধারণা এ কারণে মুম্বাই ও রোহিতের সম্পর্কের মাঝে ফাটল ধরেছে।


এরই মধ্যে রোহিতের দল ছাড়ার গুঞ্জনও চাউর হয়েছে। এদিকে ধোনি এবারই সম্ভবত চেন্নাই সুপার কিংসের হয়ে সর্বশেষ আসর খেলছেন। অনেকে দুইয়ে দুইয়ে চার মিলিয়ে ধারণা দিচ্ছেন আগামী আসরে চেন্নাইয়ের হয়ে খেলতে চলেছেন রোহিত। ধোনির অবর্তমানে ইয়েলো আর্মিদের নেতৃত্বভারও তার হাতেই উঠতে যাচ্ছে।



promotional_ad

এমন ধারণাকে আরও শক্তপোক্ত করেছেন সাবেক ভারতীয় ক্রিকেটার আম্বাতি রাইডু। তিনি মনে করেন অধিনায়ক হিসেবে রোহিতের এখনও অনেক কিছু দেয়ার আছে। হলুদ জার্সিতে রোহিতকে দেখার জন্য মুখিয়ে আছেন তিনি। সেই সঙ্গে মুম্বাইয়ের নেতৃত্ব থেকে রোহিতকে সরিয়ে দেয়ারও সমালোচনা করেছেন রাইডু।


তিনি সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, 'রোহিতকে অন্তত এই বছর নেতৃত্বে রেখে দেওয়া উচিত ছিল। হার্দিককে হয়তো আগামী বছর এই দায়িত্বে আনা যেত। রোহিত তো এখনও ভারতীয় জাতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়ক। আমি ব্যক্তিগতভাবে মনে করি, তারা তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিয়েছে।'


'যদিও তাদের ব্যাপার, তারাই ভালো জানে। তবে কাজটা কঠিন হবে (হার্দিকের জন্য)। গুজরাট টাইটান্সের ব্যাপার ছিল আলাদা। মুম্বাই ইন্ডিয়ান্সে কাজটা সহজ নয়, কারণ এত বেশি তারকা এই দলে। এখানে চাপও অনেক এবং সবাই তা সামলাতে পারে না।'


রোহিতের বয়স ৩৭ ছাড়িয়ে যাচ্ছে। এই বয়সে নতুন চ্যালেঞ্জ নিতে এই মারকুটে ব্যাটার মুখিয়ে থাকবেন বলেই মনে করেন রাইডু। তিনি বলেন, 'রোহিত আরও ৫-৬ বছর খেলতে পারে। অধিনায়কত্ব করতে চাইলে গোটা দুনিয়া খোলা আছে তার সামনে। যে কোনো জায়গায় সে অধিনায়ক হতে পারে। তবে সেটা নির্ভর করছে তার ওপর।'



রোহিতকে চেন্নাইয়ের নেতৃত্বে দেখার আকাঙ্খা নিয়ে রাইডু বলেন, 'এত বছর ধরে সে মুম্বাই ইন্ডিয়ান্সে খেলছে এবং এত ট্রফি জিতেছে…। এরপর সেখানে (চেন্নাইয়ে) যেতে চাইলে, কেন নয়! আমি তাকে সামনে চেন্নাইয়ে দেখতে চাই এবং এমএস (ধোনি) যদি অবসরে যায়, রোহিত চেন্নাইকে নেতৃত্বও দিতে পারে!'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball