শেষের রোমাঞ্চে রূপগঞ্জকে হারালো গাজী

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) নিজেদের প্রথম ম্যাচেই রোমাঞ্চকর জয় পেয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। দারুণ বোলিংয়ের রূপগঞ্জ টাইগার্সকে ২৫৮ রানে বেধে রাখলেও নিয়মিত উইকেট হারানোর কারণে গাজী গ্রুপের জয় নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল।
অবশ্য মঈন খানের ৩২ বলে অপরাজিত ৪৩ ও পারভেজ জীবনের ১২ বলে ১৮ রানের অপরাজিত ইনিংসে ৭ বল হাতে রেখেই ৩ উইকেটের জয় নিয়ে মাঠ ছেড়েছে দলটি। মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে ওপেনিং জুটিতে হাবিবুর রহমান ও পিনাক ঘোষ যোগ করেন ৪৯ রান।

হাবিবুর আউট হয়েছেন ২৪ বলে ৩৩ রান করে। আর উইকেটরক্ষক ব্যাটার পিনাক ফিরেছেন ৩৬ বলে ১৬ রান করে। দুই ওপেনার ফিরে যাওয়ার পর দলের হাল ধরেন মেহেদী মারুফ ও আনিসুল ইসলাম ইমন। এই দুজনের ব্যাটে ভর করেই শতরান পার হয় গাজী।
আনিসুল ও মারুফ পরপর দুই ওভারে ফিরে গেলে চাপে পড়ে দলটি। এরপর আল আমিন জুনিয়র প্রায় একাই টেনেছেন দলকে। একপ্রান্ত আগলে রেখে তিনি খেলেছেন ৬৬ বলে ৫৯ রান। তার এমন ইনিংসের পরও গাজীর জয় নিয়ে শঙ্কা ছিল।
যদিও শেষদিকে প্রিতম কুমার ১৩ ও আব্দুল গাফফার ৭ রান করে ফিরে যান। এরপরও দলকে জিতিয়ে মাঠ ছাড়েন মঈন ও পারভেজ। রূপগঞ্জের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নিয়েছেন নাবিল সামাদ। একটি করে উইকেট পেয়েছেন রোহানউদ্দৌলা বর্ষণ, সোহাগ গাজী ও আব্দুল্লাহ আল মামুন।
এর আগে এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে আব্দুল্লা আল মামুনের ৯৫ বলে ৬১, শামসুর রহমানের ৪২ বলে ৩৬ ও আসাদুল্লাহ গালিবের ২৯ বলে ৩৪ রানের ইনিংসে লড়াইয়ের পুঁজি পায় রূপগঞ্জ। গাজীর হয়ে দুটি করে উইকেট নেন আনিসুল ও মঈন। এ ছাড়া একটি করে উইকেট পেয়েছেন রুয়েল মিয়া, হাবিব মেহেদী ও আল আমিন জুনিয়র।