বাংলাদেশ-শ্রীলঙ্কার ‘দ্বৈরথ’ উপভোগ করছেন সিলভারউড

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
২৮ রানে ৭ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার সিরিজ হার
১৪ ফেব্রুয়ারি ২৫
আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার দ্বৈরথ যেন দিন দিন মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। সেই 'দ্বৈরথ' দারুণ উপভোগ করছেন ক্রিস সিলভারউড। টি-টোয়েন্টি সিরিজের মতো ওয়ানডে সিরিজেও বাংলাদেশকে হারানোর প্রত্যাশা করছেন শ্রীলঙ্কার হেড কোচ।
২০১৮ সালে নিদাহাস ট্রফিতে শুরু, এরপর বিশ্বকাপে অ্যাঞ্জেলো ম্যাথুসের টাইমড আউট দিয়ে নতুন মাত্রা পায় এই 'দ্বৈরথ'। শ্রীলঙ্কার ক্রিকেটাররা টি-টোয়েন্টি সিরিজ জেতার পরও হাতের কব্জি বরাবর আঙুল তাক করে 'টাইমড আউট' উদযাপন করেছিল।

এই উদযাপন অবশ্য সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে করেছিলেন শরিফুল ইসলামও। ওয়ানডে সিরিজেও সেই রকমই উদ্দীপনা দেখতে চান সিলভারউড। অবশ্য উদযাপনে নয়, লঙ্কান হেড কোচের প্রত্যাশা দুই দলই খেলবে প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেট।
সিলভারউড বলেন, 'এই দ্বৈরথ অবশ্যই দারুণ। আমি মনে করি, আমাদের কিছু ভালো প্রতিযোগিতা দরকার। টি-টোয়েন্টি নিয়ে যদি আমি বলি, এটা ছিল দারুণ দুটি দলের লড়াই। সামনেও আমরা প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেট খেলব। আমি আসলেই আগের মতো লড়াই আশা করি। ওয়ানডে সিরিজেও। আমি এমনটাই প্রত্যাশা করছি, দুই দলই যেন শক্ত ক্রিকেট খেলে।'
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে পরবর্তী ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে চান সিলভারউড। লঙ্কান এই কোচ জানিয়েছেন, পরবর্তী বিশ্বকাপে শিরোপাই মূল লক্ষ্য তার।
সিলভারউড বলেন, 'অবশ্যই দুই দলই এমনটা (জিততে) চাইবে, এটাই আমি বলব। অবশ্যই আমরা পরের বিশ্বকাপ জিততে চাই। আমরা এজন্য আমাদের সর্বোচ্চটা দেয়ার প্রত্যাশায় আছি। কিন্তু সেই প্রস্তুতি এখনই শুরু হতে হবে। আমরা এটা নিয়েই কাজ করছি।'