ব্যাটিং, বোলিং, ফিল্ডিং- সবকিছুতে সৌম্যের কাছে শতভাগ চাই: শান্ত

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
মুশফিককে আগলে রেখে সৌম্যকে বাদ দেয়ার ব্যাখ্যা দিলেন শান্ত
২৪ ফেব্রুয়ারি ২৫
আন্তর্জাতিক ক্রিকেটে বরাবরই ধারাবাহিকতার অভাব ছিল সৌম্য সরকারের ব্যাটে। জাতীয় দল থেকে এ কারণে বেশ কয়েকবার বাদ পড়েছেন এই ওপেনার। সাম্প্রতিক সময়ে অবশ্য আবারও দলে ফিরেছেন সৌম্য। এবার শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে তার কাছ থেকে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং- ৩ বিভাগেই শতভাগ চেয়েছেন নাজমুল হোসেন শান্ত।
গত বছর ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজ দিয়ে লম্বা সময় পর জাতীয় দলে ফিরেছিলেন সৌম্য। সেই সিরিজটি অবশ্য ভালো যায়নি তার। একটি ম্যাচে ব্যাটিংই করতে পারেননি, আরেকটি ম্যাচে করেন শূন্য রান।

গত বছরের ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরেও দলের অংশ ছিলেন সৌম্য। সেই সফরে অবশ্য একটি ডাক মারলেও আরেকটি ইনিংসে অসাধারণ এক সেঞ্চুরি হাঁকান তিনি। আরেকটি ম্যাচে দলের ৯ উইকেটের জয়ে সৌম্য অপরাজিত ছিলেন চার রানে।
২৮ রানে ৭ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার সিরিজ হার
১৪ ফেব্রুয়ারি ২৫
সৌম্যের সেঞ্চুরি হাঁকানোর ম্যাচে অবশ্য বাংলাদেশ হারে সাত উইকেটে। তবে ম্যাচটি হারলেও ১৫১ বলে ২২টি চার ও দুটি ছক্কায় ১৬৯ রানের দারুণ ইনিংস খেলে ম্যাচসেরা হন সৌম্য। সেই ইনিংসটি এখনও মনে গেঁথে আছে শান্তর।
সৌম্যের কাছে নিজের প্রত্যাশা জানিয়ে শান্ত বলেন, 'ব্যাটিং, বোলিং, ফিল্ডিং- সবকিছুতে ওর কাছে শতভাগ চাই। শেষ সিরিজে সে অনেকদিন পর ফিরে আসলো, তিনটা ম্যাচে। তিনটা ম্যাচই খেলেছে। এর মধ্যে একটা বড় ইনিংসও ছিল। অবশ্যই ধারাবাহিকতার প্রয়োজন আছে। সব ব্যাটারেরই আছে। আলাদাভাবে সৌম্যের একার প্রয়োজন আছে সেটা বলব না। প্রত্যেক ব্যাটারের এই জায়গায় উন্নতির দরকার আছে।'
'সৌম্য নিজে সেটা নিয়ে কাজ করছে। প্রত্যেক ব্যাটারই কাজ করছে। শেষ ইনিংসের কথা যদি বলি, ওরকম একটা সময়ে, ওরকম একটা কন্ডিশনে এমন একটা ইনিংস খেলা আমাদের দলের জন্য বড় ব্যাপার। আশা করি, এই সিরিজে ও যদি সুযোগ পায়, তাহলে যেখানে ব্যাটিং করার সেখানে থেকে দলের জন্য বড় কিছু করবে।'