promotional_ad

টানা ব্যর্থতার পরও কোচকে পাশে পাচ্ছেন স্মিথ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

‘ভাঙাচোরা’ দল নিয়েও বড় স্বপ্ন দেখছেন স্মিথ

১৫ ফেব্রুয়ারি ২৫
লঙ্কানদের বিপক্ষে ফিল্ডিং সাজাচ্ছিলেন স্মিথ, এসএলসি

ডেভিড ওয়ার্নারের অবসরের পর অনেকটা জোরের উপরেই অস্ট্রেলিয়ার টেস্ট ওপেনার হয়ে যান স্টিভ স্মিথ। যদিও ওপেনার হওয়ার পর একেবারেই চেনা ছন্দে নেই এই ব্যাটার। নিজের দুর্দিনে এবার হেড কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডকে পাশে পাচ্ছেন স্মিথ।


টেস্টে অস্ট্রেলিয়ার ওপেনার হওয়ার পর এখন পর্যন্ত চার ম্যাচ খেলেছেন স্মিথ। এই ম্যাচগুলোতে তার রান যথাক্রমে ১২, ১১*, ৬, ৯১*, ৩১, ০, ১১ এবং ৯। ৮ ইনিংসে তার রান মোটে ১৭১, গড় ২৮.৫০।



promotional_ad

এমন গড় তার নামের পাশে ভীষণ বেমানান। কেননা স্মিথের টেস্ট ক্যারিয়ার গড় ৫৬.৯৭! স্বাভাবিকভাবেই ওপেনার স্মিথের তাই সমালোচনা হচ্ছে। অনেকেই তাকে মিডল অর্ডারে (চার নম্বর) ফিরে যেতে বলছেন। যদিও ম্যাকডোনাল্ড বলছেন ভিন্ন কথা।


আরো পড়ুন

কোহলির ব্যাটে অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে ভারত

১৩ ঘন্টা আগে
ভারতকে ফাইনালে তোলার নায়ক কোহলি, আইসিসি

‘আমার মনে হয় এটা অন্যায্য। এটার মানে সম্ভবত এই যে আমি আমার খেলোয়াড়দের নিয়ে রক্ষণাত্মক কৌশলে যাচ্ছি। আমার মনে হয় (স্মিথের) এমনটা প্রাপ্য নয়। ও এটা নিয়ে কাজ করতে পারবে। এটা নতুন একটা চ্যালেঞ্জ, নতুন পজিশন। আপনি যদি কোনো নতুন ওপেনার নিয়ে আসেন, চার ম্যাচ সুযোগ দিয়ে বলেন, আমরা ওপেনিং পজিশন পরিবর্তন করব, এটা ন্যায্য নাকি অন্যায্য হবে? এটা যৌক্তিকভাবেই অন্যায্য।’


অস্ট্রেলিয়ার হেড কোচের মতে, বরাবরই চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন স্মিথ। নতুন উইকেটে রান তোলা তার জন্য কিছুটা কঠিন ছিল বলেই মতামত ম্যাকডোনাল্ডের। দ্রুতই চেনা ছন্দে ফিরে আসবেন এই ব্যাটার, এমনটাই প্রত্যাশা তার।



ম্যাকডোনাল্ড আরও বলেন, ‘স্মিথও চ্যালেঞ্জ নিতে তৈরি। যখনই স্মিথ ব্যর্থ হয়, ও এটাকে আরও বড় চ্যালেঞ্জ হিসেবে দেখে। কঠিন কন্ডিশনের এই সিরিজে ৫১ রান করা, নিঃসন্দেহে তাকে নতুন চ্যালেঞ্জ নিতে আরও তাড়িত করবে, আর নতুন চ্যালেঞ্জ ভারত। আমার মনে হয় এটা স্মিথের জন্য অভ্যন্তরীণ অনুপ্রেরণা হবে। ও ওপেন করতে চায়, এই পজিশন পেতে ও আমাদের কাছে এসেছিল এবং আমরা বিশ্বাস করি ও সফল হতে পারবে।’


 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball