promotional_ad

ওয়াসিম জুনিয়রকে পাকিস্তানের রাসেল বানাতে চান ওয়াটসন

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


পেস বোলিংয়ের পাশাপাশি ইনিংসের শেষ দিকে ছক্কা মারার সামর্থ্যের কারণ টি-টোয়েন্টি ক্রিকেটের বাজারে চাহিদা বেড়েছে অলরাউন্ডারের। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের যুগে কাইরন পোলার্ড-আন্দ্রে রাসেলরা অলরাউন্ডার তকমাকে নিয়ে অনন্য উচ্চতায়। মারকাটারি ব্যাটিংয়ে বিশ্ব জুড়ে পরিচিতি বানিয়েছেন রাসেল। বর্তমান সময়ে দানবীয় ব্যাটিংয়ের কারণে সবাই রাসেলদের উদাহরণ দেন।


যিনি কিনা গুড লেংথের দুর্দান্ত কোনো ডেলিভারিকেও অবলীলায় সীমানা ছাড়া করতে পারেননি। যে কারণে রাসেলদের মতো ব্যাটার খুঁজতে খুঁজতে হয়রান বোর্ডগুলো। ব্যাটিংয়ে সঙ্গে পেস বোলিং করতে পারলে তো কথাই নেই। পেস বোলিংয়ের সঙ্গে সহজেই ছক্কা মারতে পারেন এমন অলরাউন্ডার নেই পাকিস্তানের ক্রিকেটে। তবে ওয়াসিম জুনিয়রের মাঝে সেই সম্ভাবনা দেখছেন শেন ওয়াটসন।



promotional_ad

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের মৌসুমে ওয়াটসনের অধীনে কোয়েটা গ্লাডিয়েটর্সের হয়ে খেলছেন মোহাম্মদ ওয়াসিম জুনিয়র। পাকিস্তানের এই ক্রিকেটার পেস বোলিংটা ভালো করতে পারেন আগে থেকেই। সবশেষ কয়েক বছরে বেশ কয়েকবার ব্যাট হাতেও ঝলক দেখিয়েছেন। ওয়াসিমের ব্যাটিংয়ের কারিশমা দেখা গেছে লাহোর কালান্দার্সের বিপক্ষে।


ম্যাচ জিততে শেষ বলে ৪ রান প্রয়োজন ছিল কোয়েটার। শাহীন আফ্রিদির লেংথ ডেলিভারিতে ডিপ মিড উইকেটের ওপর দিয়ে ছক্কা মেরেছেন ওয়াসিম। ৬ উইকেটের জয়ে প্লে অফেও জায়গা করে নিয়েছেন কোয়েটা। ছক্কা মেরে জেতানোর পর ওয়াসিমকে প্রশংসায় ভাসিয়েছেন ওয়াটসন। সেই সঙ্গে কোয়েটার প্রধান কোচ জানিয়েছেন, তাকে পাকিস্তানের আন্দ্রে রাসেল বানাতে চান।


এ প্রসঙ্গে ওয়াটসন বলেন, ‘যতটা সম্ভব স্থির থাকার বিষয়ে আমরা প্রথম ম্যাচ থেকেই মোহাম্মদ ওয়াসিম জুনিয়রের সঙ্গে কথা বলে আসছি। তার হ্যান্ড-আই কোর্ডিনেশন খুবই ভালো এবং হাতে শক্তিও আছে। তাই তাকে শুধু স্থির থাকতে হবে এবং বিশ্বাস করতে হবে যে সে মারতে পারে।’



পাওয়ার হিটার ফিনিশার এবং পেসারের সমন্বয় নিয়ে ওয়াটসন বলেন, ‘আমরা তার সঙ্গে আলোচনা করেছি যে তার হাতে যে শক্তি আর স্কিল আছে তাতে সে পাকিস্তানের আন্দ্রে রাসেল হতে পারে। ইতোমধ্যে আমরা জানি বল হাতে সে কি করতে পারে। তার মাঝে দারুণ অ্যাথলেটিজম আছে যা আমরা মাঠে দেখতে পেয়েছি।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball