ডিপিএলে বিদেশি ক্রিকেটার না রাখায় বিসিবিকে ইমরুলের সাধুবাদ

ছবি: ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
একটা সময় ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) খেলে গেছেন ওয়াসিম আকরাম, সানাথ জয়াসুরিয়া, অর্জুনা রানাতুঙ্গা, ইউসুফ পাঠান থেকে শুরু করে ইয়ন মরগানের মতো ক্রিকেটাররা। সবশেষ কয়েক বছরে প্রিমিয়ার লিগ হলেও দেখা মেলে না ভালো মানের বিদেশি ক্রিকেটারের। গুঞ্জন আছে, ভালো বিদেশি না পাওয়ার কারণে ডিপিএলে বিদেশি ক্রিকেটার খেলানোর সিদ্ধান্ত সরে এসেছে ক্রিকেট বোর্ড।
এদিকে আরেকটি গুঞ্জন আছে, দেশের ডলার-সংকটের কারণে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে বিসিবি ও সিসিডএম। একটি পক্ষের দাবি, বিদেশি না থাকায় স্থানীয় ক্রিকেটাররা বেশি সুযোগ পাবেন। ইমরুল কায়েসও এমন কথায় সায় দিচ্ছেন। সেই সঙ্গে এমন সিদ্ধান্ত নেয়ায় বিসিবিকে সাধুবাদ জানিয়েছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক।

মিরপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ইমরুল বলেন, ‘আমার কাছে মনে হয় ইতিবাচক ইম্প্যাক্ট। কারণ আপনি যদি দেখেন আমাদের দেশের ঘরোয়া ক্রিকেট ওই মানে নাই যে একজন-দুইজন বিদেশি এনে আমাদের মানটা ভালো করতে হবে। হ্যাঁ, বিপিএলের ক্ষেত্রে জিনিসটা ভিন্ন।’
‘ডিপিএলে আমার মনে হয় যে একজন বিদেশি না খেললে ওই জায়গাটাতে একজন স্থানীয় ছেলে সুযোগ পাচ্ছে। তার জন্য ভালো, আমাদের ক্রিকেটের জন্যও ভালো। সুতরাং এই জায়গায় খুব ভালো একটা সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট বোর্ড। আমি এটাকে সাধুবাদ জানাই।’
২০২২ সালে অধিনায়ক হিসেবে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে চ্যাম্পিয়ন করেছিলেন ইমরুল। কাগজে-কলমে বড় দল না হলেও সবাইকে এক সুতোয় গেঁথে শিরোপা ঘরে তুলেছিলেন তিনি। গত দুই মৌসুম ধরে অবশ্য মোহামেডানে খেলছেন তিনি। যদিও এখন পর্যন্ত সেভাবে সাফল্য এনে দিতে পারেননি। গত মৌসুমে ভালো দল গড়লেও এবার কাগজে-কলমে অনেকটা পিছিয়ে তারা।
তারকা বলতে ইমরুলের সঙ্গে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ এবং রনি তালুকদার। লম্বা সময় ধরে শিরোপা খরায় ভুগতে থাকা মোহামেডানকে নিয়ে আশার কথা শোনাচ্ছেন ইমরুল। যদিও মোহামেডানের অধিনায়কের চোখ, মাঠের ক্রিকেটে ভালো খেলা। যে কারণে শুরুটা ভালো করতে চান তিনি।
ইমরুল বলেন, ‘দেখুন, আমি যে বছর শেখ জামালে চ্যাম্পিয়ন হয়েছিলাম ওই বছর কাগজে-কলমে কিন্তু এত শক্তিশালী দল ছিল না। তারপরও কিন্ত আমরা চ্যাম্পিয়ন হয়েছি। এটা নির্ভর করে আপনি দলটাকে কিভাবে তৈরি করেছেন, ব্যালেন্স কোথায়, সমস্যা কোথায়, এই জায়গাগুলো নিয়ে কাজ করেছেন। হ্যাঁ, কাগজে-কলমে আবাহনী, প্রাইম ব্যাংক অনেক শক্তিশালী দল। দিন শেষে আপনি যদি মাঠে ভালো ক্রিকেট খেলেন, মাঠে যার যে বছর শুরু ভালো হবে আমার মনে হয় তাদের সুযোগ অনেক বেশি থাকবে। আমরা চেষ্টা করবো মাঠের ক্রিকেটটা ভালো খেলার।’