অতীত নিয়ে থাকতে চান না হৃদয়, ভালো করতে চান ওয়ানডেতে

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজটা ভালো যায়নি তাওহীদ হৃদয়ের। ৩ ম্যাচে তার ব্যাট থেকে এসেছে মাত্র ৪০ রান। এর মধ্যে শেষ টি-টোয়েন্টিতে আউট হয়েছেন কোনো রান করার আগেই। যদিও ওয়ানডে সিরিজে নিজের ভুলগুলো সুধরে ব্যাট হাতে পারফরম্যান্স করতে চান এই ব্যাটার। 


বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সর্বশেষ আসরে ১৪ ইনিংসে হৃদয়ের ব্যাট থেকে এসেছে ৪৬২ রান। এমন পারফরম্যান্সের পর হয়েছেন টুর্নামেন্ট দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহকও। তবে জাতীয় দলের হয়ে নেমে নামের প্রতি সুবিচার করতে পারেননি এই তিনি।


promotional_ad

অবশ্য শ্রীলঙ্কার বিপক্ষে অতীত পারফরম্যান্সের কারণে ওয়ানডে সিরিজে ভালো করতে আত্মবিশ্বাসী হৃদয়। ২০২৩ এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে ৯৭ বলে ৮২ রানের একটি ইনিংস খেলেছিলেন তিনি। এরপর বিশ্বকাপে মাত্র ৭ বলে ১৫ রান করে ইনিংস শেষ করেছিলেন হৃদয়। এটাই তাকে বাড়তি আত্মবিশ্বাস দিচ্ছে।


এ প্রসঙ্গে হৃদয় বলেছেন, 'এশিয়া কাপে আমার ভালো একটি ইনিংস ছিল শ্রীলঙ্কার বিপক্ষে। বিশ্বকাপে শেষদিকে নেমেছিলাম, সেখানেও ভালো ইনিংস ছিল। আমার কাছে এটা অতীত। আমি অতীত নিয়ে ভাবতে চাই না। হয়তোবা ওখান থেকে আমি একটু আত্মবিশ্বাস পাবো। কিন্তু নির্দিষ্ট দিনে আমাকে ভালো করতে হবে।'


শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হারলেও দারুণ লড়াই করেছে টাইগাররা। প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশ হেরেছিল মাত্র ৩ রানে। এরপর দ্বিতীয় ম্যাচ ৮ উইকেটে জিতে নিয়ে সমতা ফেরায় টাইগাররা। আর শেষ ম্যাচে নুয়ান থুশারার হ্যাটট্রিকসহ ৫ উইকেটে বাংলাদেশ ম্যাচ হেরে যায় ২৮ রানে। হৃদয় অবশ্য জানিয়েছেন, ওয়ানডে সিরিজ চ্যালেঞ্জিং হলেও তারা সিরিজ জিততে আশাবাদী।


হৃদয়ের ভাষ্য, 'আমি ম্যাচ বাই ম্যাচ চিন্তা করতে ভালোবাসি। সিরিজের কথা যদি বলি অবশ্যই আমরা সিরিজ জেতার জন্যই খেলবো। আমাদের সেই ক্ষুধাটা আছে। আমাদের প্রত্যেকেই মনে করে এটা খুবই গুরুত্বপূর্ণ একটি সিরিজ। যেহেতু একটি সিরিজ আমরা হেরেছি। এই সিরিজটা আমাদের জন্য একটু চ্যালেঞ্জিং হবে। আমরা আমাদের সেরাটা দিয়ে যদি সব কিছু করতে পারি তাহলে ভালো কিছুই হবে।'


হৃদয় যোগ করেন, 'এখন পর্যন্ত সবকিছু ঠিক আছে এবং ভালো আছে। প্রত্যেকটা প্লেয়ার ছন্দে আছে। সবাই আমরা টি-টোয়েন্টি খেলে এসেছি, ওয়ানডের আগে দুই তিন দিন আমাদের সময় আছে। আমি মনে করি এটাই যথেষ্ঠ কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ার জন্য। যেটা চলে গিয়েছে সেটা বলে লাভ নেই। আমরা যে ভুলগুলো করেছি সামনের ম্যাচে সেগুলো যত কমিয়ে আনতে পারি... আমরা যত ভুল কম করবো আমাদের জন্য তত ভালো হবে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball