promotional_ad

আরও কাছে অ্যান্ডারসন, তবুও রোহিত-গিলে ভারতের দাপট

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


জেমস অ্যান্ডারসনের দারুণ এক ডেলিভারিতে বোল্ড শুভমান গিল। সেঞ্চুরি করা এই ব্যাটারকে নিজের শিকার বানিয়ে ৭০০ উইকেটের মাইলফলকের আরও কাছে চলে গেলেন অ্যান্ডারসন। মাইলফলক স্পর্শ করতে ডানহাতি এই পেসারের চাই মাত্র আরও এক উইকেট। অ্যান্ডারসন যতটা কাছে ম্যাচ থেকে ইংল্যান্ড ঠিক ততটাই দূরে। গিলের সঙ্গে রোহিত শর্মার সেঞ্চুরিতে ধর্মশালা টেস্টে লাটাই নিজেদের হাতেই রেখেছে ভারত। মিডল অর্ডারে সরফরাজ খান এবং দেবদূত পাডিকালের হাফ সেঞ্চুরি লিড আরও বাড়িয়েছে স্বাগতিকদের। দুই উইকেট হাতে রেখে ইংল্যান্ডের চেয়ে ২৫৫ রানে এগিয়ে থেকে দিন শেষ করেছে রোহিতের দল।


ধর্মাশালায় দ্বিতীয় দিনের শুরুতে কিছুটা চাপে ছিলেন রোহিত ও গিল। কিন্তু দিনের তৃতীয় ওভারেই হাত খুলে ব্যাট চালানো শুরু করেন রোহিত। সেই ওভারে শোয়েব বশিরের প্রথম দুই বলের একটি করে ছক্কা ও চার মারেন ডানহাতি এই ওপেনার। অধিনায়ককে এমনে মারতে দেখে নিজেও বসে থাকতে পারেননি গিল। অভিজ্ঞ অ্যান্ডারসনের ওপর খানিকটা চড়াও হয়ে পড়েলেন তিনি। ৬৪ বলে তুলে নেন হাফ সেঞ্চুরিও।



promotional_ad

ইংলিশ ক্রিকেটাররা এদিন দর্শক বনে গিয়ে যেন রোহিত-গিলের ব্যাটিং দেখেছেন। লাঞ্চে যাওয়ার আগে দুজন সেঞ্চুরি তুলে নিলে আরও চাপে পড়ে সফরকারীরা। টম হার্টলির বলে মিড উইকেটে ঠেলে দিয়ে ১৩৬ বলে সেঞ্চুরি করেছেন রোহিত। পরের ওভারে বশিরকে সুইপ করে স্কয়ার লেগ দিয়ে চার মারেন গিল। তাতেই সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। এদিন মাঠে বসে ছেলের সেঞ্চুরি দেখেছেন গিলের বাবা। রোহিত ও গিলের জমে ওঠা জুটি ভাঙেন বেন স্টোকস।


প্রায় ৯ মাস বল হাতে নিয়েই রোহিতকে নিজের শিকার বানিয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক। স্টোকসের লেংথ ডেলিভারিতে বোকা বনে গিয়ে বোল্ড হয়েছেন রোহিত। সাজঘরে ফেরার আগে ৩ ছক্কা ও ১৩ চারে খেলেছেন ১০৩ রানের ইনিংস। একটু বাদেই গিলকে আউট করেছেন অ্যান্ডারসন। ডানহাতি এই পেসারের অফ স্টাম্পের বাইরের ডেলিভারিতে ১১০ রানে ফেরেন গিল। তবে সরফরাজ ও পাডিকালের ব্যাটে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রাখে ভারত।


পাডিকাল দেখেশুনে খেললেও সরফরাজ ছিলেন আক্রমণাত্বক। এক ছক্কা ও ৮ চারেই ৫৫ বলে নিজের হাফ সেঞ্চুরি তুলে নেন তিনি। কিন্তু ব্যক্তিগত ৫৬ রানের বশিরের বলে জো রুটের কাছে ক্যাচ তুলে ফিরতে হয় সরফরাজকে। এদিকে নিজের অভিষেক ম্যাচেই ছক্কা হাঁকিয়ে হাফ সেঞ্চুরি করেন পাডিকাল। সরফরাজের মতো তিনিও ফিরেছেন হাফ সেঞ্চুরির পরই। ৬৫ রান করা পাডিকালকে থামান বশির।



এদিন ইনিংস বড় করতে ব্যর্থ হয়েছেন রবীন্দ্র জাদেজা ও ধ্রুব জুরেল। দুজনই ফিরেছেন ১৫ রান করে। দুই মিডল ব্যাটার ও শততম টেস্টে খেলা রবিচন্দ্রন অশ্বিন ফিরেছেন মাত্র এক রানের ব্যবধানে। ফলে দিনের শেষদিকে ভারতের অলআউট সম্ভাবনা তৈরি হয়। কিন্তু ইংলিশদের নিরাশ করে জসপ্রিত বুমরাহ ও কুলদীপ যাদব। দিনের শেষ ১৮ ওভারে দেখেশুনেই কাটিয়ে দিয়েছেন।


কুলদীপ অপরাজিত আছেন ২৭ রানে। ২৭ রান করে তাকে দারুণ সঙ্গ দিচ্ছেন বুমরাহ। দিনশেষে ভারতের সংগ্রহ দাঁড়িয়েছে ৮ উইকেট হারিয়ে ৪৭৩ রান। ইংল্যান্ডের হয়ে বশির নিয়েছেন সর্বোচ্চ চার উইকেট, হার্টলির শিকার দুটি; অ্যান্ডারসন, স্টোকস নিয়েছেন একটি করে উইকেট।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball