আফগান ইতিহাসের প্রথম ওয়ানডে খেলা নুরের অবসর

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আফগানিস্তানের প্রথম আনুষ্ঠানিক ওয়ানডের একাদশে ছিলেন নুর আলি জাদরান। আন্তজাতিক ক্রিকেট থেকে আনুষ্ঠানিকভাবে অবসর নিয়েছেন ৩৫ বছর বয়সী এই ক্রিকেটার। বিদায় বেলায় তাকে 'গার্ড অব অনার' সম্মাননা দেয় সতীর্থরা।


২০০৯ সালে বেনোনিতে স্কটল্যান্ডের বিপক্ষে আফগানিস্তানের ইতিহাসের প্রথম আনুষ্ঠানিক ওয়ানডের একাদশে ছিলেন নুর। সেই ম্যাচে ইনিংস শুরু করতে নেমে ২৮ বলে ৪৫ রান করেন তিনি। ম্যাচটিতে ৮৯ রানের জয় পায় আফগানরা।


promotional_ad

নুরের আন্তর্জাতিক ক্যারিয়ারটা নানা চমকে ঘেরা। দেশের হয়ে ৫১ ওয়ানডে এবং ২৩টি টি-টোয়েন্টি খেলা এই ব্যাটারের টেস্ট অভিষেক হয় গত মাসে (ফেব্রুয়ারি)। সেই অভিষেক টেস্ট ম্যাচে তাকে ক্যাপ পরিয়ে দেন তারই ভাতিজা ইব্রাহিম জাদরান!


ইব্রাহিমের বয়স ২২, নুর আলির ৩৫। ক্রিকেটে এমন ঘটনা আগে কখনোই দেখা যায়নি। গত ফেব্রুয়ারিতেই শ্রীলঙ্কা এবং আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি টেস্ট খেলেন নুর। সেখানেই থেমে গেল তার আন্তর্জাতিক ক্যারিয়ারের।


গত (বৃহস্পতিবার) রাতে আন্তর্জাতিক ক্রিকেট থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নেন নুর। সবমিলিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারে এক হাজার ৯৩০ রান করেন এই ওপেনার। ওয়ানডেতে ২৪.৮১ গড়ে এক হাজার ২১৬ এবং টি-টোয়েন্টিতে ২৭.১৩ গড়ে ৫৯৭ রান করেন তিনি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball