promotional_ad

বিশ্বকাপ ভাবনার কারণেই বাংলাদেশ সফরে লঙ্কান দলে ডিকওয়েলা

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

নিষেধাজ্ঞা থেকে মুক্ত ডিকওয়েলা

১৩ ডিসেম্বর ২৪
সংগৃহীত

শৃঙ্খলা ইস্যুতে বিভিন্ন সময় আলোচনায় এসেছেন নিরোশান ডিকওয়েলা। বেশ কয়েকবার দল থেকেও বাদ পড়েছেন লঙ্কান এই ক্রিকেটার। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অবশ্য তাকে নিয়েই পরিকল্পনা করতে চায় লঙ্কানরা। এ কারণে বাংলাদেশ সিরিজে তাকে বিবেচনা করেছে দলটির ম্যানেজমেন্ট।


বাংলাদেশ সিরিজ থেকে শ্বাসতন্ত্রের সংক্রমণের কারণে ছিটকে গেছেন কুশল পেরেরা। এরপর নির্বাচকদের সামনে বিকল্প ছিল বেশ কিছু। ঘরোয়া ক্রিকেটের দারুণ পারফর্ম করে আলোচনায় ছিলেন লাথিস ক্রুসপুলে।



promotional_ad

শ্রীলঙ্কার সাম্প্রতিক সময়ে আলোচিত তরুণ ক্রিকেটারদের একজন শেভন ড্যানিয়েলও ছিলেন আলোচনায়। যদিও এই দুজনকে বাদ দিয়ে পুরোনো ডিকওয়েলার প্রতিই আস্থা রাখে শ্রীলঙ্কা। বাংলাদেশের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি জেতার পর এর কারণও ব্যাখ্যা করেন উপুল থারাঙ্গা।


আরো পড়ুন

দ্য হান্ড্রেডের ড্রাফটে বাংলাদেশের ২৯ ক্রিকেটার

৪৫ মিনিট আগে
ফাইল ছবি

শ্রীলঙ্কার প্রধান নির্বাচক বলেন, 'আমরা টপ অর্ডারে খেলার মতো কাওকে খুঁজছিলাম। শেভন ড্যানিয়েল, লাসিথ ক্রুসপুল ও ডিকার (ডিকওয়েলা) দিকে তাকিয়েছি আমরা। তবে প্রথম দুজন এখনও বেশ তরুণ। কেবল সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় নিয়ে তাদেরকে সুযোগ দেওয়া কঠিন।'


'অনেক প্রতিভাবান ক্রিকেটার আছে। একজন যেমন শেভন, শ্রীলঙ্কার হয়ে ১০-১৫ বছর খেলতে পারে সে। তার মতো একজন ক্রিকেটারকে আমরা কি এই কঠিন পরিস্থিতিতে ঠেলে দেব? নাকি তাকে আমরা আপাতত ধরে রাখব, এনএসএল, ‘এ’ দলে খেলিয়ে তাকে অভিজ্ঞ করে তুলব এবং এরপর জাতীয় দলে আনব? এসব আমরা ভেবেছি। অধিনায়ক ও কোচের সঙ্গে কথা বলেছি আমরা। তাদেরও মনে হয়েছে, এই মুহূর্তে ডিকওয়েলাই সেরা বিকল্প। কারণ বিশ্বকাপের এগিয়ে এগিয়ে যাচ্ছি আমরা, তার অভিজ্ঞতা দলের জন্য হবে গুরুত্বপূর্ণ।'



শৃঙ্খলা ভেঙে বেশ কয়েকবার জাতীয় দল থেকে বাদ পড়েছেন ডিকওয়েলা। ৩০ বছর বয়সী এই ক্রিকেটারকে সতর্ক করেই জাতীয় দলে আবারও ভেড়ানো হয়েছে বলে জানিয়েছেন থারাঙ্গা। বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচে অবশ্য খেলেননি তিনি।


তিনি আরও বলেন, 'শৃঙ্খলা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। ডিকার সঙ্গে কথা হয়েছে আমাদের। দল এখন ভালো খেলছে। সাম্প্রতিক সময়ে শৃঙ্খলা নিয়ে কোনো কথা হয়নি। এটা দারুণ ব্যাপার, দলের ঐক্যও ফুটে উঠছে এতে। শৃঙ্খলাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball