সংবাদ সম্মেলনে বোনের প্রশ্ন, জাকের বললেন, 'জিততে পারলে ভালো হতো'
.jpg)
ছবি: ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
নিজে ছিলেন হবিগঞ্জ জেলা নারী দলের এক সময়ের অধিনায়ক। সময়ের পরিক্রমায় এখন সংবাদ কর্মী। বলছিলাম শাকিলা ববির কথা। তার আরেকটা পরিচয় তিনি ক্রিকেটার জাকের আলী অনিকের বোন। সিনিয়র টিমে জাকের যখন নিজের প্রথম ম্যাচটা খেলছিলেন বোন তখন প্রেস বক্সে বসে ভাইয়ের খেলা উপভোগ করেছেন, পাশাদারি দায়িত্বও পালন করেছেন।
মাঠে জাকের মাত্র ৩৪ বলে ৬৮ রানের একটি ঝড়ো ইনিংস খেলেছেন। তবে অল্পের জন্য বাংলাদেশকে জিতিয়ে ফিরতে পারেননি। মাত্র ৩ রানে হেরে যাওয়া এই ম্যাচ নিয়ে আক্ষেপ থাকতেই পারে। তবে এমন বর্নিল শুরুর পর জাকের যেন ঝড়ে পড়ে না যান সেটাই চাইবেন ক্রিকেট প্???েমীরা।

এমন ইনিংসের পর বাংলাদেশের হয়ে সংবাদ সম্মেলনে এসেছিলেন জাকের। সেখানে বোন শাকিলার প্রশ্নের উত্তর দিতে হয়েছে জাকেরকে। পেশাদার সাংবাদিক শাকিলার প্রশ্ন ছিল, 'সিলেটের ছেলে আপনি, ঘরের মাঠে আপনি পারফর্ম করলেন, অনেক দর্শক আপনার নাম ধরে চিৎকার করছিল বিষয়টা কীভাবে আপনি উপভোগ করেছেন?'
উত্তরে জাকের বলেছেন, 'আমি সব সময় সিলেটের মাঠে খেলতে পছন্দ করি। আমার প্রথম শ্রেনির ক্রিকেটেও অভিষেক এখানে। এই মাঠের পরিবেশ সম্পর্কে আমার জানা আছে। উইকেট ব্যাটিংয়ের জন্য ভালো ছিল। সবকিছুই ঠিক ছিল যদি ম্যাচটা জিততে পারতাম। তাহলে ভালো হতো।'
এরপর আরেকজন সংবাদ কর্মীর প্রশ্নের জবাবে বোনকে নিয়ে জাকের বলেন, 'অবশ্যই আপু হিসেবে এটা গর্বের ব্যাপার ভাই ভালো খেলছে। সব আল্লাহ তায়ালার মেহেরবানি। আমি নিশ্চিত সে খুব ভালো অনুভব করছে।'
সংবাদ সম্মেলন শেষে জাকের বোন কথা বলেছেন গণমাধ্যমের সঙ্গে। তিনি জানিয়েছেন বোন হিসেবে তাকে নিয়ে গর্বিত তিনি। জানিয়েছেন তারা ৫ ভাই-বোনের মধ্যে ৪ জনই ক্রিকেটার ছিলেন। নিজের খেলোয়াড়ি জীবনেরও স্মৃতিচারণা করেছেন।
শাকিলা বলেন, 'আপনাদের কাছে আমি জাকের আলী অনিকের বোন। আমার এলাকায় জাকের এখনও ববির ভাই। জাকের আলী অনিকের বোন হওয়া অনেক গর্বের। আমি হবিগঞ্জ জেলা দলের অধিনায়কত্ব করেছি বেশ কয়েক বছর আমি ক্রিকেট খেলেছি। আমাদের পাঁচ ভাই বোনের মধ্যে চারজনই ক্রিকেট খেলেছি এবং জেলা দলে খেলেছি।'