promotional_ad

অস্ট্রেলিয়ার পর ভারতের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


গত ডিসেম্বরে সাউথ আফ্রিকার বিপক্ষে খেলেছে বাংলাদেশের মেয়েরা। এরপর থেকেই আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে বাংলাদেশ দল। মার্চে বাংলাদেশের সেই বিরতি ভাঙতে চলেছে। তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে ১৬ মার্চ আসছে অস্ট্রেলিয়া দল।


এবার জানা গেল অস্ট্রেলিয়ার পর বাংলাদেশ সিরিজ খেলবে ভারতের সঙ্গে। এপ্রিলের শেষদিকে ভারতের মেয়েদের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে নিগার সুলতানা জ্যোতির দল। সবগুলো ম্যাচই হতে পারে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে।



promotional_ad

সম্ভাব্য সূচি ধরা হয়েছে ২৮ এপ্রিল থেকে ৯ মে পর্যন্ত। সবকিছু ঠিক থাকলে আগামী ২৫ এপ্রিল বাংলাদেশে আসবে ভারতীয় দল। ভারতের এই সিরিজটি অবশ্য আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রামের বাইরে। এ প্রসঙ্গে ক্রিকবাজের সঙ্গে কথা বলেছেন বিসিবির নারী উইংয়ের প্রধান হাবিবুল বাশার।


আগামী অক্টোবরে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে বাংলাদেশে। ঘরের মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া এই বিশ্ব আসরের আগে বড় দলগুলো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে আগ্রহী বাংলাদেশের বিপক্ষে। সেই সুযোগ লুফে নিতে চায় বাংলাদেশও।


এ প্রসঙ্গে বাশার বলেন, 'টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এটা আমাদের সুযোগ যে আমরা টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কোন অবস্থায় আছি সেটা অস্ট্রেলিয়া-ভারতের বিপক্ষে খেলে পরখ করে নেয়ার। আমরা তাদের বিপক্ষে খেলতে চাই এবং আমরা যদি ইতিবাচক পারফরম্যান্স করি থাহলে সেটা আমদের আত্মবিশ্বাস দেবে এবং সবাই জানে ভারত-অস্ট্রেলিয়াকে হারানো কত মূল্যবান।'



এদিকে আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে ঢাকায় স্পিন ক্যাম্প দিয়ে শুরু হবে বাংলাদেশের মেয়েদের অস্ট্রেলিয়া সিরিজের প্রস্তুতি। ২ মার্চ স্পিন ক্যাম্প শেষে নারী দলে চলে যাবে খুলনায়। সেখানে ৪ মার্চ থেকে ১৬ মার্চ পর্যন্ত স্কিল এবং ফিটনেস ক্যাম্প করবে বাংলাদেশ নারী দল।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball