promotional_ad

বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট নিয়ে এখন থেকেই হাহাকার

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

দীর্ঘ সময় পর ইংল্যান্ডের ওয়ানডে একাদশে রুট

৬ ফেব্রুয়ারি ২৫
২০২৩ বিশ্বকাপের পর এবার ওয়ানডে একাদশে ফিরলেন জো রুট, ফাইল ফটো

টি-টোয়েন্টি বিশ্বকাপের ১০০ দিনের ক্ষণগণনা শুরু হয়েছে গত শুক্রবার থেকে। বিশ্বকাপ শুরু হওয়ার ৭ দিন পর অনুষ্ঠিত হবে ভারত-পাকিস্তান ম্যাচ। কিন্তু এখন থেকেই সেই ম্যাচের টিকেট নিয়ে হাহাকার শুরু হয়েছে। আইসিসি জানিয়েছে চিরপ্রতিদ্বন্দ্বীদের লড়াই দেখতে ইতোমধ্যে স্টেডিয়ামের ধারণ ক্ষমতার ২০০ গুণ বেশি আবেদনপত্র জমা পড়েছে।


রাজনৈতিক দ্বন্দ্বের কারণে ভারত-পাকিস্তানের মধ্যে দ্বি-পাক্ষিক সিরিজ অনুষ্ঠিত হয় না দীর্ঘ একযুগ। তাই এসিসি ও আইসিসির ইভেন্ট ছাড়া দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই দেখার সুযোগ হয়না ক্রিকেট ভক্তদের। তাই যে কোনো টুর্নামেন্টে এই ম্যাচের টিকিটের চাহিদাও থাকে সোনার হরিণের মত। ব্যতিক্রম হয়নি এবারো।



promotional_ad

ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রে হতে যাওয়া আসন্ন বিশ্বকাপে 'এ' গ্রুপে আছে ভারত-পাকিস্তান। গ্রুপ পর্বের ম্যাচে আগামী ৯ জুন লড়াইয়ে নামবে বিরাট কোহলি, বাবর আজমরা। ম্যাচটি অনুষ্ঠিত হবে ৩৪ হাজার দর্শক ধারণক্ষমতার নাসাউ কাউন্টি স্টেডিয়ামে। এই ম্যাচ ছাড়াও যুক্তরাষ্ট্রের তিন ভেন্যুতে মোট ১৬টি ম্যাচ অনুষ্ঠিত হবে। যেখানে ৯ ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গেছে।


আরো পড়ুন

‘বাড়তি সুবিধা পাচ্ছি’, ভেন্যু বিতর্ক নিয়ে শামি

১ ঘন্টা আগে
রোহিত শর্মার (বামে) সঙ্গে উইকেট উদযাপনে মোহাম্মদ শামি (ডানে), ফাইল ফটো

সেখানে স্বাভাবিক ভাবেই চাহিদার শীর্ষে ছিল নিউইয়র্কের ভারত-পাকিস্তান ম্যাচ। সেই ম্যাচের স্ট্যান্ডার্ড ক্যাটাগরির টিকিটের দাম ধরা হয়েছিল ১৭৫ মার্কিন ডলার (১৯ হাজার ২০০ টাকা), স্ট্যান্ডার্ড প্লাস টিকিটের দাম ৩০০ ডলার (৩২ হাজার ৯০০ টাকা) এবং প্রিমিয়াম টিকিটের দাম ৪০০ ডলার (৪৩ হাজার ৯০০ টাকা)।


ক্রিকেটপ্রেমীদের এমন উন্মাদনায় বেশ সন্তুষ্ট আইসিসি। এই ব্যাপারে যুক্তরাষ্ট্রের আয়োজক কমিটির প্রধান নির্বাহী ব্রেট জোন্স বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘বিশ্বকাপে ভারত-পাকিস্তান এমন একটি ম্যাচ, যা নিয়ে সবার তুমুল আগ্রহ থাকে। দল দুটি যুক্তরাষ্ট্রে খেলতে আসছে, এটা খুবই আনন্দের। টিকিটের জন্য মানুষের এই আগ্রহ চমৎকার ব্যাপার।’




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball