promotional_ad

শান্তর চেষ্টার কমতি ছিল না কিন্তু হয়নি: মিঠুন

ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বিপিএলের সবশেষ মৌসুমে প্রয়োজনে কখনও উইকেটে থিতু হয়ে পড়েছিলেন আবার কখনও আক্রমণাত্বক ব্যাটিংয়ে সিলেট স্ট্রাইকার্সের জয়ে অবদান রেখেছিলেন নাজমুল হোসেন শান্ত। অথচ এবারের মৌসুমে যেন নিজেকে হারিয়ে খুঁজলেন। পুরো মৌসুম জুড়েই ব্যর্থতার বৃত্তে আটকে রইলেন বাঁহাতি এই ব্যাটার। যদিও মোহাম্মদ মিঠুন জানান, রান করার জন্য শান্তর চেষ্টার কোনো কমতি ছিল না।


গত মৌসুমে তাওহীদ হৃদয়, জাকির হাসানদের সঙ্গে সমানতালে পারফর্ম করেছিলেন শান্ত। তাদের তিনজনের ব্যাটেই মূলত নিজেদের প্রথম মৌসুমেই ফাইনাল খেলেছিল স্ট্রাইকার্স। দারুণ পারফর্ম করা শান্তকে তাই সরাসরি চুক্তিতে রেখে দেয় মাশরাফি বিন মুর্তজার দল। তবে সিলেটের প্রত্যাশা মেটাতে পারেননি শান্ত।



promotional_ad

সিলেটের প্রথম আসরে ৫১৬ রান করে বিপিএল সেরা হলেও এবারে শান্তর ব্যাটে ছন্দ নেই। গ্রুপ পর্বের ১২টি ম্যাচ খেলে ১৪.৫৮ গড় এবং ৯৩.৫৮ স্ট্রাইক রেটে মাত্র ১৭৫ রান করেছেন বাঁহাতি এই ব্যাটার। শান্তর পক্ষে থাকলেও তার সার্ভিস সিলেট যে মিস করেছে সেটা জানিয়েছেন মিঠুন। সেই সঙ্গেও এটাও মনে করিয়ে দিয়েছেন শান্ত নিজের সেরাটা দিয়ে চেষ্টা করেছে।


এ প্রসঙ্গে মিঠুন বলেন, ‘হ্যাঁ, অবশ্যই। আপনারাও জানেন ও কত বড় খেলোয়াড়। সম্প্রতি ও বাংলাদেশের তিন ফরম্যাটের অধিনায়ক। আমাদেরও আশা ওর ওপর অনেক বেশি ছিল। ও চেষ্টা কম করেনি, ও ওর দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করেছে। কিন্তু হয়নি, সবসময় সবকিছু সবার হাতে থাকে না যে চাইলেই ও ব্যাক করবে শক্তিশালী হয়ে। ওর চেষ্টার কমতি ছিল না। দলে ওর সাপোর্ট ছিল। অবশ্যই দল হিসেবে ওর সার্ভিসটা আমরা মিস করেছি। আমরা সবাই জানি ও বড় ক্রিকেটার। আশা করি খুব তাড়াতাড়ি ও কামব্যাক করবে।’


তিনি আরও বলেন, ‘যেটা বললাম ওর চেষ্টা কোনো কমতি ছিল না। প্রত্যেকটা ম্যাচেই যখন আমি ওর সঙ্গে কথা বলতাম ফ্রেশভাব, পজিটিভ মাইন্ডসেটে আসতো। তারপরও ব্যর্থ হতো। খেলোয়াড় হিসেবে একটা সময় হতাশা আসতেই পারে। ও শেষের দিকে চেষ্টা করেছে আরও একটু রিল্যাক্স থাকতে। কারণ চেষ্টা করতে করতে যখন হয় না তখন একটু রিল্যাক্স হওয়াটাই আমার মনে হয় ভালো। আমি মনে করি ও সঠিক কাজটাই করেছে কিন্তু হয়নি। কিন্তু কেন হয়নি এটার উত্তর আমার পক্ষে দেয়া সম্ভব না। আশা করি পরবর্তীতে আন্তর্জাতিক যে সিরিজ আছে ওখানে কামব্যাক করবে।’



গত মৌসুমে ফাইনাল খেললেও এবার গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে সিলেট। চলমান বিপিএলে হার দিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল তারা। নিজেদের খেলা প্রথম পাঁচ ম্যাচেই হারে তারা। যদিও পরবর্তীতে কামব্যাক করে ৫টি ম্যাচ জয় পেয়েছে। তাতে করে ১০ পয়েন্ট নিয়ে বিপিএল শেষ করেছে সিলেট। প্লে অফে যেতে না পারলেও শেষের পারফরম্যান্সে আফসোস না করে খুশির কথা জানান মিঠুন।


তিনি বলেন, ‘আসলে আফসোস বললে ভুল হবে কারণ আফসোস নেই। যেহেতু কামব্যাক করেছি খুব ভালোভাবে এজন্য আফসোস বলবো না, অবশ্যই খুশি। যেটা ভুল হয়ে গেছে এটা অনেক আগে ভুল হয়ে গেছে। তো ওইটা তো আমরা আর ফিরে পাব না। টুর্নামেন্টের শেষ দিকে আমরা যেটা পেয়েছি সেটা নিয়ে অবশ্যই আমাদের খুশি থাকা উচিত।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball