প্লে অফে এসেছি, ফাইনালও খেলবো: সৈকত

ছবি: ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
প্লে অফে যেতে হলে খুলনা টাইগার্সের বিপক্ষে জিততেই হতো চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে। এমন সমীকরণের ম্যাচে এনামুল হক বিজয়ের খুলনাকে রীতিমতো উড়িয়ে দিয়েছে চট্টগ্রাম। তাতে করে খুলনাকে ‘বিদায়’ করে সেরা চারে জায়গা করে নিয়েছে তারা। সৈকত আলী মনে করেন, চট্টগ্রাম যেহেতু সেরা চারে আসতে পেরেছে তারা ফাইনালেও যেতে পারবেন।
বিপিএলের এবারের আসর শুরুর আগে খাতা-কলমে চট্টগ্রামকে সেরা চারের দৌড়ে রাখেননি বেশিরভাগ ক্রিকেট সমর্থক, বিশ্লেষকরা। যদিও সবাইকে ভুল প্রমাণ করে সেরা চারে জায়গা করে নিয়েছে শুভাগত হোমের দল। এলিমিনেটরে ফরচুন বরিশাল কিংবা খুলনার বিপক্ষে খেলতে নামবে তারা। সৈকত মনে করেন, মাঠে ভালো খেলতে পারলে তারাই জিতবেন।

এ প্রসঙ্গে সৈকত বলেন, ‘আপনারা তো জানেন প্রথম থেকেই আমরা খাতা-কলমে যদি ধরেন সাত নম্বর দল ছিল সবাই বলেছে মিডিয়াও বলেছে। এখন যেহেতু সেরা চারে এসেছি আমাদের ভেতরে যথেষ্ট আত্মবিশ্বাস আছে যে আমরা ফাইনাল পর্যন্ত যেতে পারবো। দেখা যাক মাঠে তো খেলবে হবে আমাদেরই। ওইদিন যদি আমরা ভালো খেলি আমরাই জিতবো।’
এবারের বিপিএলে এখন পর্যন্ত নিজের সেরাটা খেলতে পারেননি সৈকত। মিডিয়াম পেস বোলিংয়ের পাশাপাশি আক্রমণাত্বক ব্যাটিংয়ের জন্য পরিচিত তিনি। ৮ ম্যাচে ব্যাটিং করে ১৯.৫৭ গড়ে ১৩৭ রান করেছেন ডানহাতি এই ব্যাটার। একটি হাফ সেঞ্চুরি সৈকত নিজের পারফরম্যান্স নিয়ে খুশি নন।
চট্টগ্রামের এই ব্যাটার মনে করেন, এতগুলো ম্যাচে সুযোগ পেয়ে আরও ভালো খেলা উচিত ছিল তার। সৈকত বলেন, ‘না আমি খুশি না। কারণ এতগুলো ম্যাচ খেলেছি আমার আরও ভালো করা উচিত ছিল। দেখা যাক সামনে আরও একটা সুযোগ আছে চেষ্টা করবো সেরাটা দেয়ার।’
এদিকে নিজের খেলার ধরণ নিয়ে সৈকত বলেন, ‘আমার সবসময় লক্ষ্য থাকে প্রথমে দলের জন্য খেলা। দল আমার কাছ থেকে যে সাপোর্টটা চাইবে সেই সাপোর্টটা দেয়ার চেষ্টা করি। দল যদি আমার কাছ থেকে দ্রুত রান চায় সেটাও আমি দেয়ার চেষ্টা করি। আবার দল যদি চায় আমি কিছুক্ষণ উইকেটে থাকি সেটাও আমি চেষ্টা করি। কিন্তু আমার নিজের খেলার ধরনের কথা যদি বলেন তাহলে আমি আক্রমণাত্বক খেলতে পছন্দ করি। ওইটাই চেষ্টা করি সবসময়।’