promotional_ad

বাবর-আর্থাররা ফিটনেস টেস্ট বাদ দিয়েছিলেন, অভিযোগ হাফিজের

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

বাবর-রিজওয়ানদের বাদ দেয়ার ব্যাখ্যা দিলেন পাকিস্তান কোচ

২১ ঘন্টা আগে
বাবর আজম (বামে) ও মোহাম্মদ রিজওয়ান (ডানে), ফাইল ছবি

ওয়ানডে বিশ্বকাপ ব্যর্থতার পরই প্রশ্ন উঠেছিল পাকিস্তান ক্রিকেটারদের ফিটনেস নিয়ে। সে সময় দলটির সাবেক ক্রিকেটার ওয়াসিম আকরাম অভিযোগ তুলেন দলটির ক্রিকেটাররা কোনো রকম ফিটনেস পরীক্ষা ছাড়াই দলে খেলছে। এবার একই অভিযোগ তুললেন সদ্যই দলটির ডিরেক্টর ও অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব ছাড়া মোহাম্মদ হাফিজ।


দলে টিকে থাকার জন্য খেলোয়াড়দের ফিটনেস ঠিক রাখাটা বেশ জরুরী। তাই ক্রিকেট বোর্ডগুলো বিপ টেস্ট, ইয়ো ইয়ো টেস্টের মত ফিটনেসের জন্য নির্ধারিত মানদণ্ডের সামনে দাঁড় করায় ক্রিকেটারদের। সেখানে পাকিস্তান ক্রিকেটাররা কোনো রকম ফিটনেস টেস্ট ছাড়াই দলে খেলে যাচ্ছেন। এমন কথাই জানিয়েছেন হাফিজ।



promotional_ad

মূলত দলটির সাবেক অধিনায়ক বাবর আজম ও ডিরেক্টর মিকি আর্থার বন্ধ করেছেন ফিটনেস টেস্ট। তাদের পরিকল্পনা ছিলো খেলোয়াড়রা যেভাবে চান সেভাবেই খেলতে পারবে। দায়িত্ব নেয়ার পর অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে দলের ট্রেইনার তাকে এমন তথ্য দিয়েছেন। দ্য প্যাভিলিয়ন শোতে এমন সব অভিযোগ করেছেন হাফিজ।


আরো পড়ুন

৬ দিনের বিরতিতেই ছন্দ হারিয়েছে রংপুর, দাবি আর্থারের

২৮ জানুয়ারি ২৫
সংবাদ সম্মেলনে মিকি আর্থার, ক্রিকফ্রেঞ্জি

সাবেক এই ডিরেক্টর বলেন, ‘আমরা যখন অস্ট্রেলিয়া গিয়েছিলাম, তখন খেলোয়াড়দের ফিটনেসের যত্ন নিতে বলেছিলাম। সে সময় আমি ট্রেইনারকে খেলোয়াড়দের ফিটনেস সম্পর্কে জিজ্ঞাসা করলে, তিনি আমাকে চমকে যাওয়ার মত কথা বলেন। ছয় মাস আগে অধিনায়ক (বাবর) ও ডিরেক্টর (আর্থার) বলেছিলেন খেলোয়াড়দের ফিটনেস পরীক্ষা বন্ধ করতে এবং খেলোয়াড়রা যেভাবে চান, সেভাবে খেলতে দিতে।’


হাফিজের অধীনে পাকিস্তান দুটি সিরিজে খেলেছে। যেখানে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে দলটি। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৪-১ ব্যবধানে সিরিজ হেরেছে তারা। হাফিজের মতে পাকিস্তান ক্রিকেটারদের ফিটনেস বেশ খারাপ। আর এমন ফিটনেস নিয়ে আপনি ম্যাচে পরাজয় ছাড়া অন্য কিছু চিন্তা করতে পারবেন না।



দলের ক্রিকেটারদের ফিটনেস নিয়ে হাফিজ জানান, ‘যখন খেলোয়াড়দের চর্বির মাত্রা পরীক্ষা করা হয়, তখন তাদের সবার ত্বকের ভাঁজ বেশি ছিল। তারা অযোগ্য ছিল এবং তাদের মধ্যে কেউ কেউ ২ কিলো মিটার ট্রায়াল সম্পূর্ণ করতে পারেনি। ৬ মাস আগে নেয়া সিদ্ধান্তটি ফিটনেসের জন্য নির্ধারিত মানদণ্ডকে বাতিল করেছিল। ফিটনেস যদি এমন হয় তবে, আপনি পরাজয়ের মুখোমুখি হবেনই।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball