ভালো ব্যাটিং করলে এমন দৃশ্য দেখতে হতো না: বিজয়

ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে হারের পর প্লে অফে যাওয়ার সমীকরণটা কঠিন হয়ে গেছে খুলনা টাইগার্সের জন্য। ঢাকায় তারা গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলবে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে। এই ম্যাচে শুধু জয় পেলেই হবে না তাদের। তাকিয়ে থাকতে হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ফরচুন বরিশালের ম্যাচেও।


এই ম্যাচে বরিশাল জিতলে তারাই প্লে অফে যাবে। হারলে খুলনাকে রান রেটের সমীকরণের মধ্যে পড়তে। বেশ কয়েকটি ম্যাচে বড় ব্যবধানে হারের ফলে রান রেটে অনেকটাই পিছিয়ে গেছে এনামুল হক বিজয়ের দল। ফলে তাদের বাদ পড়ে যাওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি।


promotional_ad

চট্টগ্রামের বিপক্ষে হারের পর ভেঙে পড়েছেন দলটির অধিনায়ক এনামুল হক বিজয়ও। সংবাদ সম্মেলনে এক বিমর্ষ বিজয়কে দেখা গেল। তার চোখ-মুখের অভিব্যক্তিই বলে দিচ্ছিল তার চট্টগ্রামের বিপক্ষে হারের পর কতটা হতাশ তিনি। অবশ্য আসরের শুরুতে টানা জয়ে দারুণ পারফর্ম করেছিল দলটি।


শেষভাগে ছন্দ ধরে রাখতে না পারার কারণ হিসেবে বিজয় বলেন, 'আসলে বড় টুর্নামেন্টে এরকম হয়েই থাকে। কেউ জিতবে কেউ হারবে। অইটা আমাদের লম্বা একটা সময় চলে গেছে। যেটা দলের জন্য ক্ষতিকর ছিল। যেটা আমরা আশা করিনি। অইখানে আমাদের হারতে হয়েছে। অই ম্যাচগুলাতে অবশ্যই ২-১টা ম্যাচ আমাদের পক্ষে রাখা উচিত ছিল। যেটা আমরা রাখতে পারি। শেষ ৭ ম্যাচে ১ জয় যদি ধরেন মাঝখানের ব্যাটিংটা আমাদের মজবুত ছিল না। টপ অর্ডারে হয়েছে, হয়নি। কিন্তু আমার কাছে মনে হয় মাঝখানে আরও প্রপার ব্যাটিং করতে পারলে হয়ত খেলার দৃশ্য অন্যরকম হতে পারত।'


এই ম্যাচে খুলনার বোলারদের কোনো সুযোগই দেননি তানজিদ হাসান তামিম। তার ১১৬ রানের ইনিংসে ১৯২ রানের বিশাল পুঁজি দাঁড় করিয়েছিল চট্টগ্রাম। সেই লক্ষ্য পাড়ি দিতে নেবে ১২৭ রানে অল আউট হয়েছে বিজয়ের দল। অবশ্য প্রতিপক্ষ দলের ব্যাটার তানজিদকে প্রশংসায় ভাসাতে কার্পণ্য করেননি তিনি।


বিজয় বলেন, 'টি-টোয়েন্টিতে সচরাচর এমন ইনিংস দেখা যায় না। এবারের বিপিএলে হৃদয়ের একটা দারুণ ইনিংস দেখা গেছে। লিটনের ৮০ রানের ইনিংসটাও দারুণ ছিল। তামিম একটা দারুণ ইনিংস খেললো। অবশ্যই প্রশংসা করার মত। দেশি আমাদের যারা আছে টপ অর্ডার থেকে এমন বড় রান হলে তো আসলে দারুণ লাগে। অবশ্যই ইনিংসটা অনেক অসাধারণ ছিল।'


প্লে অফের সমীকরণ নিয়ে বিজয় বলেন, 'আসলে ম্যাচ বাই ম্যাচ টি-টোয়েন্টি চিন্তা করতে হয়। অবশ্যই এটা হারার কথা না। আমরা যদি সেখানে ২ পয়েন্ট এগিয়ে থাকতে পারতাম তাহলে অন্য কিছু ঘটতে পারত। আমরা টানা ম্যাচ জিতছিলাম। মোমেন্টাম শিফট হয় এভাবে। পরেও আমরা ভালো এক্সিকিউশন করতে পারিনি যেটা করা উচিত ছিল। ওভারল আমাদের ভালো ফলাফল হয়নি।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball