promotional_ad

ল’র সঙ্গে সবধরনের সম্পর্ক ছিন্ন করল বিসিবি

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বাংলাদেশ দলের ব্যাটিং কোচ হচ্ছেন না স্টুয়ার্ট ল। এমনকি এই অস্ট্রেলিয়ানের সঙ্গে যুব দলের প্রধান কোচের চুক্তি নবায়ন করছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিশ্বস্ত একটি সূত্র ক্রিকফ্রেঞ্জিকে বিষয়টি নিশ্চিত করেছে।


২০২২ সালে যুব দলের প্রধান কোচ হিসেবে ল কে নিয়োগ দেয় বিসিবি। তার অধীনে যুব এশিয়া কাপের শিরোপাও যেতে বাংলাদেশ। তবে যুব বিশ্বকাপের সুপার সিক্স পর্ব পার করতে পারেনি ল'র শিষ্যরা। এমন অবস্থায় ল'র সঙ্গে চুক্তি নবায়ন করতে আগ্রহী নয় বোর্ড।



promotional_ad

এদিকে এ বছরের জানুয়ারিতে বাংলাদেশ জাতীয় দলের কোচ চেয়ে বিজ্ঞাপন দিয়েছিল বিসিবি। আর এই বিজ্ঞাপনে পেস বোলিং কোচ, ব্যাটিং কোচের সাথে ছিল আরো কিছু পদ। এরপর ব্যাটিং কোচ হওয়ার আগ্রহ প্রকাশ করে আবেদন করেছিলেন ল।


বিশ্বকাপের পর থেকেই বাংলাদেশ ক্রিকেট দলের একাধিক কোচের পদ শুন্য আছে। সেই পদ পূরণের জন্য নাম জমা দিয়েছিলেন অনেকেই। কোচ নির্বাচনের জন্য বিসিবির পক্ষ থেকে একটি কমিটিও ঘঠন করা হয়েছিল। পরবর্তী কোচদের একটি সংক্ষিপ্ত তালিকা করে নেয়া হয় সাক্ষাৎকারও।


ল ছাড়াও এইচপির প্রধান কোচ ডেভিড হেম্প ও থিলান সামারাবিরাও ব্যাটিং কোচের পদে সাক্ষাৎকার দিয়েছিলেন। পরীক্ষা দিয়েছিলেন বাংলাদেশের তুষার ইমরানও। বোলিং কোচের পদে পরীক্ষা দেন মাহবুবুল আলম জাকিসহ আরও কয়েকজন।



এসবের মাঝেই গুঞ্জন ছড়িয়ে পড়ে যে, স্টুয়ার্ট লই হতে চলেছেন বাংলাদেশের ব্যাটিং কোচ। কিন্তু খোঁজ নিয়ে জানা গেছে বিসিবি এখনও কাউকে ব্যাটিং ও পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ দেয়নি। উল্টো বনিবনা না হওয়???য় ল'র সঙ্গে সম্পর্ক চুকিয়ে ফেলেছে বিসিবি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball