promotional_ad

শেষ মুহূর্তে লুইসকে দলে ভেড়াল সিলেট

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গত আসরের রানার্স আপ দল সিলেট স্ট্রাইকার্স। এবারও বড় আশা নিয়ে বিপিএলে খেলতে নেমেছিল সিলেটের দলটি। তবে টানা হারের ফলে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে তাদের।


ফরচুন বরিশালের বিপক্ষে ১৮ রানে হেরে টুর্নামেন্ট থেকেই বিদায় নিতে হয়েছে সিলেটকে। গ্রুপ পর্বে সিলেটের আরও দুটি ম্যাচ রয়েছে। এই দুটি ম্যাচে খেলার জন্য ক্যারিবীয় ব্যাটার কেনার লুইসকে দলে ভিড়িয়েছে সিলেটের ফ্র্যাঞ্চাইজিটি।



promotional_ad

নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে তারা। বিপিএলের এবারের আসরে ৭ দলের মধ্যে ৬ নম্বরে রয়েছে সিলেট। ১০ ম্যাচ খেলে জিততে পেরেছে মাত্র তিনটিতে। বাকি ৭ ম্যাচেই হার বরণ করতে হয়েছে তাদের।


দলটির সবচেয়ে বড় বিপর্যয় হয়েছে ব্যাটিংয়ে। বেশ কয়েকজন তারকা ক্রিকেটার থাকলেও তারা ধারাবাহিকভাবে রান করতে পারছেন না। এ কারণে ভুগতে হয়েছে দলটিকে। বিপিএলের গত আসরে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন নাজমুল হোসেন শান্ত।


এবার ১২.৪০ গড়ে ১০ ম্যাচে তার ব্যাট থেকে এসেছে ১২৪। জাকির হাসান বেশ কয়েকটি ম্যাচে ভালো শুরু পেলেও ইনিংস বড় করতে পারেননি। লাগাতার ব্যর্থতার কারণে একাদশেই জায়গা হারিয়েছে ইয়াসির আলী রাব্বি। অধিনায়ক মিঠুনও রানের মধ্যে ছিলেন না। মূলত এ কারণেই পিছিয়ে গেছে দলটি।



টুর্নামেন্টের শুরুতে মাশরাফি বিন মুর্তজা দলটির নেতৃত্ব দিলেও মাঝ পথে নেতৃত্বভার দেয়া হয় মোহাম্মদ মিঠুনকে। নতুন অধিনায়কের অধীনেও ঘুরে দাঁড়াতে ব্যর্থ হয়েছে দলটি। ১৯ ফেব্রুয়ারি কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ২৩ ফেব্রুয়ারি খুলনা টাইগার্সের বিপক্ষে খেলবে দলটি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball