প্রথমবারের মতো আইএল টি-টোয়েন্টি শিরোপা জিতল মুম্বাই

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
প্রথমবারের মতো আইএল টি-টোয়েন্টির শিরোপা জিতল মুম্বাই এমিরেটস। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ এবং মেজর লিগ ক্রিকেটের পর সংযুক্ত আরব আমিরাতের এই লিগেও শিরোপা জিতল মুম্বাই ফ্র্যাঞ্চাইজির কোনো দল। ফাইনালে দুবাই ক্যাপিটালসকে ৪৫ রানের বড় ব্যবধানে হারিয়েছে নিকোলাস পুরানের দল।
টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে তিন উইকেটে ২০৮ রান তোলে মুম্বাই। উদ্বোধনী জুটিতেই দলটি তোলে ৭৭ রান। ২৪ বলে ৪৩ রানের ঝড়ো ইনিংস খেলে দলকে দারুণ শুরু এনে দেন মোহাম্মদ ওয়াসিম।

দলীয় ১০২ রানে কুশল পেরেরার উইকেট হারায় মুম্বাই। ২৬ বলে ৩৮ রান করে সিকান্দার রাজার বলে বিদায় নেন এই লঙ্কান। তারপর ৫৬ রানের জুটি গড়েন আন্দ্রে ফ্লেচার এবং পুরান। ৩৭ বলে ৫৩ রান করে ফ্লেচার ফিরে গেলে মুম্বাইকে দুইশ পার করান পুরান।
শেষপর্যন্ত ২৭ বলে ৫৭ রানে অপরাজিত ছিলেন এই ক্যারিবিয়ান উইকেটরক্ষক। তার ইনিংসে ছিল দুটি চার এবং ছয়টি ছক্কার মার।
লক্ষ্য তাড়া করতে নেমে ২০ ওভারে সাত উইকেটে ১৬৩ রান করে দুবাই। ২৯ বলে ৪০ রানের ইনিংস খেলেন স্যাম বিলিংস। ২০ বলে ৩৫ রানের দারুণ এক ইনিংস খেলেন টম ব্যান্টন। শেষদিকে ১৬ বলে ২৪ রান করেন জেসন হোল্ডার।
মুম্বাইয়ের হয়ে দুটি করে উইকেট নেন ট্রেন্ট বোল্ট এবং বিজয়কান্ত বিসকান্ত। একটি করে উইকেট নেন আকিল হোসেন, মোহাম্মদ রোহিদ এবং ওয়াকার সালামখেইল।