ব্যক্তিগত লক্ষ্য নিয়ে ভাবেন না তানজিদ

ছবি: ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
গত বেশ কয়েকটি ম্যাচেই টপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতার কারণে ধুঁকতে হয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে। তবে দুর্দান্ত ঢাকার বিপক্ষেও দ্রুত ২ উইকেট হারিয়ে চাপে পড়েছিল চট্টগ্রাম। তবে একপ্রান্ত আগলে রেখে সেই বিপর্যয় সামাল দিয়েছেন তানজিদ হাসান তামিম।
বেশ কয়েকটি ম্যাচেই ভালো শুরু পেলেও ইনিংস বড় করতে পারছিলেন না তিনি। ঢাকার বিপক্ষে ৭০ রানের দারুণ এক ইনিংস খেলেছেন তিনি। ব্যাটিং করেছেন ১৯তম ওভার পর্যন্ত। মিডল অর্ডার ব্যাটারদের নিয়ে ছোটো ছোটো ব্যাটারদের নিয়ে দলকে এগিয়ে নিয়েছেন এই ওপেনার।
সবচেয়ে বড় জুটিটা গড়েছেন টম ব্রুসের সঙ্গে। নিউজিল্যান্ডের এই উইকেটকিপার ব্যাটসম্যানকে নিয়ে ৬৮ বলে ৯৫ রান যোগ করেন তানজিদ। আর তাতে ভর করেই চট্টগ্রাম ৬ উইকেট হারিয়ে ১৫৯ রান সংগ্রহ করে। ম্যাচ শেষে তানজিদ জানিয়েছেন ১৫ ওভার পর্যন্ত টিকে থাকাই তার লক্ষ্য ছিল।

এই ওপেনার বলেন, 'আমি চেষ্টা করেছি যেন ১৫ ওভার পর্যন্ত ক্রিজে থাকতে পারি। যেটা দলের জন্য ভালো হতো মাআর জন্যও ভালো হতো। আমাদের দ্রুত দুই উইকেট পড়ে গিয়েছিল। দরকার ছিল টপ অর্ডারের একজন ব্যাটারকে শেষ পর্যন্ত খেলা। সেটাই চেষ্টা করেছি।'
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে ১০ ম্যাচে ২৬৬ রান করেছেন তানজিদ। টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় তিনি আছেন ৬ নম্বরে। অবশ্য বাঁহাতি এই ব্যাটার জানিয়েছেন তিনি কোনো লক্ষ্য নিয়ে টুর্নামেন্ট শুরু করেননি। তার লক্ষ্য দলের জন্য নিজেদের সেরাটা দিয়ে অবদান রাখা।
তানজিদ বলেন, 'সবারই তো একটা পার্সোনাল গোল থাকে। আমি কখনও এটা নিয়ে ভাবি নাই যে আমি সেরা কতর ভিতর থাকতে চাই। আমি শুধু চেষ্টা করি শুধু প্রত্যেক ম্যাচে যেন দলের জন্য অবদান রাখতে পারি। সামনেও লক্ষ্য একই থাকবে যেন দলের জন্য নিজের সেরাটা দিতে পারি।'
এদিকে ঢাকাকে ১০ রানে হারিয়ে পয়েন্ট টেবিলের চার নম্বরে উঠে এসেছে চট্টগ্রাম। এরই মধ্যে তারা ১১টি ম্যাচ খেলে ফেলেছে। প্লে অফে যেতে হলে তাদের শেষ ম্যাচে জয়ের বিকল্প নেই। ২০ ফেব্রুয়ারি তারা খুলনা টাইগার্সের বিপক্ষে মাঠে নামবে।