promotional_ad

শেফার্ডের ব্যাটিং তাণ্ডবের পরও চট্টগ্রামের হার

promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট, চট্টগ্রাম থেকে ||


ম্যাচ জিততে শেষ ২ ওভারে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের প্রয়োজন ছিল ৫১ রান। হাসান মাহমুদের করা ১৯তম ওভারে তিন ছক্কায় নিলেন ২২ রান। তাতে শেষ ওভারে রোমারিও শেফার্ড এবং শহিদুল ইসলামকে করতে হতো ২৯ রান। তাণ্ডব চালিয়ে ২১ বলে হাফ সেঞ্চুরি করা শেফার্ড জিমি নিশামের ওভারে নিতে পারলেন কেবল ১০ রান। তাতেই শেফার্ডে ঝড়ো ব্যাটিংয়ের পরও ১৮ রানে হারতে হয়েছে চট্টগ্রামকে। এদিকে টানা সাত ম্যাচে জিতে প্রথম দল হিসেবে প্লে অফে জায়গা করে নিলো রংপুর।


জয়ের জন্য ১৮৮ রান তাড়ায় ডোয়াইন প্রিটোরিয়াসের অফ স্টাম্পের বাইরের ডেলিভারিতে চার মেরে রানের খাতা খুললেন জশ ব্রাউন। সেই চারেই অবশ্য ইনিংস শেষ অস্ট্রেলিয়ার এই ওপেনারের। পরের বলে শর্ট অব লেংথ ডেলিভারিতে টপ এজ হয়ে ফিরলেন। সবশেষ কয়েক ম্যাচে রান না পাওয়া ব্রাউনের ব্যাট থেকে এসেছে ৪ রান। তিনে নামা সৈকত আলীও ফিরেছেন দ্রুতই।



promotional_ad

প্রিটোরিয়াসের নিচু হওয়া লেংথ ডেলিভারিতে বলের লাইন মিস করে বোল্ড হলেন তিনি। আগের ম্যাচে শেষদিকে ক্যামিও ইনিংস খেলা সৈকত এদিন ফিরলেন ৯ রানে। পাওয়ার প্লে শেষ হওয়ার আগে আউট হয়েছেন তানজিদ হাসান তামিমও। সেই প্রিটোরিয়াসের বলেই উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন চট্টগ্রামের এই ওপেনার। কুমিল্লার বিপক্ষে হাফ সেঞ্চুরি না পাওয়া তানজিদ আউট হয়েছেন ১৩ রানে।


বড় লক্ষ্য তাড়ায় পাওয়ার প্লেতে ৩৯ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে স্বাগতিকরা। এরপর টম ব্রুস এবং শুভাগত হোম মিলে একটু একটু করে এগিয়ে নিয়ে যেতে থাকেন। তাদের দুজনের জুটি ভাঙেন মেহেদী। ডানহাতি এই অফ স্পিনারের অফ স্টাম্পের বাইরের বলে স্লগ সুইপ করতে গিয়ে হাসান মুরাদের হাতে ক্যাচ দিয়েছেন। চট্টগ্রামের অধিনায়কের ব্যাট থেকে এসেছে ২১ রান।


একই ওভারে ব্রুসকেও ফেরান মেহেদী। প্রায় একই ধরনের ডেলিভারিতে ছক্কা মারতে গিয়ে হাসান মাহমুদকে ক্যাচ দিয়েছেন ২৪ রান করা এই কিউই ব্যাটার। শেফার্ড এবং জিয়াউর রহমান মিলে দ্রুত রান তোলার চেষ্টা করেন। ১৫ রান করা জিয়াউরকে ফিরিয়ে জুটি ভাঙেন হাসান। তবে অন্য প্রান্তে রীতিমতো তাণ্ডব চালাতে থাকেন শেফার্ড।



নিজের খেলা প্রথম ম্যাচেই ২১ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন ক্যারিবীয় এই ব্যাটার। শেষ পর্যন্ত শেফার্ড অপরাজিত ছিলেন ৩০ বলে ৬৬ রানের ইনিংস খেলে। রংপুরের হয়ে একাই ৩ উইকেট নিয়েছেন প্রিটোরিয়াস। এ ছাড়া মেহেদী দুটি এবং হাসান একটি উইকেট নিয়েছেন।


এর আগে ব্যাটিং করতে নেমে শুরুতে উইকেট হারালেও দারুণ এক জুটি গড়ে তোলেন সাকিব আল হাসান এবং মেহেদী। খুলনা টাইগার্সের বিপক্ষে হাফ সেঞ্চুরি করা মেহেদী এদিন করেছেন ১৭ বলে ৩৪ রান। এদিকে টানা দুই হাফ সেঞ্চুরি পাওয়া সাকিব করেছেন ৬২ রান। তাতেই ১৮৭ রানের পুঁজি পায় রংপুর। চট্টগ্রামের হয়ে শেফার্ড তিনটি, সালাউদ্দিন সাকিল ও শহিদুল নিয়েছেন দুটি করে উইকেট।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball