রশিদ-মুজিবদের ছাড়াই আফগানিস্তানের দল ঘোষণা

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


পিঠের চোটের কারণে বেশ কিছুদিন ধরেই দলের বাইরে আছেন আফগানিস্তানের তারকা ক্রিকেটার রশিদ খান। ফলে ভারতের পর শ্রীলঙ্কা সিরিজেও নেই এই স্পিনার। এদিকে অনুশীলনে হাতে চোট পাওয়ায় একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টি সিরিজও মুজিব উর রাহমানকে পাচ্ছে না দলটি। ফলে দলের দুই সেরা স্পিনারকে ছাড়াই লড়াই চালিয়ে যেতে হবে আফগানদের।


মুজিব গত মাসে ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও খেলেছেন। এরপর সংযুক্ত আরব আমিরাতে আইএল টি-টোয়েন্টিতে গালফ জায়ান্টসের হয়ে খেলেছেন। এরপর টুর্নামেন্টের মাঝ পথেই শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ খেলতে দলের সঙ্গে যোগ দেন। কিন্তু ওয়ানডে সিরিজের আগেই বাঁধ সাজে মুজিবের।


সিরিজ শুরু হওয়ার আগে অনুশীলন করতে গিয়ে হাত মচকে যায় মুজিবের। ফলে এখনো পর্যন্ত এই সিরিজে মাঠে নামা হয়নি এই স্পিনারের। এমনকি টি-টোয়েন্টি সিরিজেও খেলতে পারবেন না তিনি। মুজিব ছাড়াও চোটের কারণে দলে নেই পেসার মোহাম্মদ সালিম।


promotional_ad

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৬ জনের স্কোয়াড ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। যেখানে দলে পরিবর্তন এসেছে চারটি। মুজিব ছাড়াও চোটের কারণে দলে থাকছেন না পেসার মোহাম্মদ সালিম। এছাড়া রহমত শাহ ও ইকরাম আলিখিল বাদ পরেছেন দল থেকে।


সালিমের বদলে দলে ডাক পেয়েছেন ওয়াফাদার মোমান্দ। এখন পর্যন্ত আফাগানদের হয়ে দুটি টেস্টে ও একটি মাত্র টি-টোয়েন্টি খেলেছেন তিনি। উইকেটরক্ষক আলিখিলির বদলে দলে নেয়া হয়েছে আর্জাতিক ক্রিকেটে অভিষেকের অপেক্ষায় থাকা মোহাম্মদ ইসহাককে।


ইব্রাহিম জাদরানের নেতৃত্বে আগামী শনিবার ১৭ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি খেলতে মাঠে নামবে আফগানরা। সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে ১৯ ও ২১ ফেব্রুয়ারি। সবগুলো ম্যাচই হবে ডাম্বুলাতে।


আফগানিস্তান দল:


ইব্রাহিম জাদরান (অধিনায়ক), রাহমানউল্লাহ গুরবাজ, মোহাম্মদ ইসহাক, হাজরাতউল্লাহ জাজাই, গুলবাদিন নাইব, মোহাম্মাদ নাবি, নাজিবউল্লাহ জাদরান, আজমাতউল্লাহ ওমারজাই, কারিম জানাত, শারাফউদ্দিন আশরাফ, ফজালহাক ফারুকি, ফারিদ আহমাদ, নাভিন-উল-হক, নুর আহমেদ, ওয়াফাদার মোমান্দ, কাইস আহমেদ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball