এবার দল থেকেই বাদ শানাকা

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচটি দাপটের সঙ্গেই জিতেছে শ্রীলঙ্কা। এবার দলটির বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে লঙ্কানরা। এই উপলক্ষে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। দল থেকে বাদ পড়েছেন দাসুন শানাকা।


সাবেক এই অধিনায়ক ছাড়াও সর্বশেষ জিম্বাবুয়ে সফরের স্কোয়াড থেকে বাদ পড়েছেন আরও দুজন। মিডল অর্ডার ব্যাটার নুয়ানিডু ফার্নান্দো ও লেগ স্পিনার জেফরি ভ্যানডারসে। মূলত পারফরম্যান্সের কারণেই বাদ পড়েছেন শানাকা।


promotional_ad

গত ২১ ইনিংসে শানাকার গড় মাত্র ১২.২৫! এই সংস্করণে এই সময়টায় তিনি হাফ সেঞ্চুরি করেছেন মাত্র একটি। জিম্বাবুয়ের বিপক্ষে শ্রীলঙ্কার গত সিরিজেই নেতৃত্ব হারান এই অলরাউন্ডার। অবশ্য সিরিজের প্রথম দুটি ম্যাচে সুযোগ পেয়েছিলেন তিনি।


প্রথম দুই ওয়ানডে ম্যাচে ব্যাট হাতে ৮ ও ৭ রান করেন শানাকা। তারপর তৃতীয় ওয়ানডেতে দল থেকেও বাদ পড়েন। আফগানদের বিপক্ষে নেতৃত্বে থাকছেন যথারীতি কুশল মেন্ডিস। বিশ্বকাপে শানাকার চোটেই নেতৃত্বের দায়িত্ব পান তিনি।


তারপর থেকেই শ্রীলঙ্কার ওয়ানডে দলকে নেতৃত্ব দিচ্ছেন মেন্ডিস। এদিকে শানাকা না থাকায় দলে ফিরেছেন অলরাউন্ডার চামিকা করুনারত্নে। আরেক ওপেনার শেভন ড্যানিয়েলকেও দলে ভিড়িয়েছে লঙ্কানরা।


আফগানিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার ওয়ানডে দল: কুশল মেন্ডিস (অধিনায়ক), চারিথ আসালাঙ্কা, পাথুম নিশাঙ্কা, আভিস্কা ফার্নান্দো, সাদিরা সামারাবিক্রমা, সাহান আরাচচিগে, শেভন ড্যানিয়েল, জানিত লিয়াঙ্গে, চামিকা করুনারত্নে, মাহিশ থিকশানা, দিলশান মাদুশাঙ্কা, দুশমন্থ চামিরা, দুনিথ ওয়েলালাগে, প্রমোদ মাদুশান, আকিলা ধনাঞ্জয়া এবং ওয়ানিন্দু হাসারাঙ্গা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball