সালাহউদ্দিন-সোহেলকে নিয়ে সাকিবের অনুশীলন, ব্যাট করেছেন ডানহাতেও

ছবি: ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেট ||
দ্য হান্ড্রেডের ড্রাফটে বাংলাদেশের ২৯ ক্রিকেটার
৫ মার্চ ২৫
সিঙ্গাপুর থেকে ফিরে দুই ম্যাচ খেলে ফেলেছেন সাকিব আল হাসান। খুলনা টাইগার্সের বিপক্ষে ব্যাট সুবিধা করতে পারেননি, কিন্তু দুর্দান্ত ঢাকার বিপক্ষে এই অলরাউন্ডার ব্যাটিংয়েই নামেননি। তবে রবিবার ম্যাচ ডে না হলেও, রংপুরের হয়ে ঐচ্ছিক অনুশীলনে হাজির সাকিব। শুধু তাই নয়, এ দিন নিজেকে ফিরে পেতে রংপুরের কোচ সোহেল ইসলাম ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ মোহাম্মদ সালাহউদ্দিনের শরণাপন্ন হয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
বেলা ১২ টা ২০ মিনিটে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করতে আসেন সাকিব। শুরুতে তিনি আনসার ক্যাম্পে অনুশীলন সারেন। এরপর চলে যান আউটার ২'র মাঠে। সেখানে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের সঙ্গে প্রায় ৪০মিনিটের বেশী ব্যাটিং করেন। বেশ কয়েকজন বোলার, নেট বোলার এমনকি থ্রোয়ার নিয়ে চলে তার এমন অনুশীলন।

এখানেই থামেননি সাকিব। এরপর অপরপাশে রংপুরের নেটে গিয়ে আবার ব্যাটিং করেন তিনি, সে সময় কুমিল্লার কোচ সালাহউদ্দিন আসেন নেটে। সঙ্গে ছিলেন সোহেল ইসলাম। দুই কোচের সঙ্গে বার বার আলোচনাও করেন এই অলরাউন্ডার।
কলকাতার নতুন সহকারী কোচ গিবসন
৯ ঘন্টা আগে
ব্যাটিংয়ের ফাঁকে ফাঁকে নেটে দাঁড়িয়ে ক্যাচিং করে চোখের সমস্যা দূর করার চেষ্টায় ছিলেন সাকিব। তা ছাড়া একাধিক স্টান্সে তিনি বার বার সমস্যা দূর করতে সমাধান খুঁজেছেন রংপুরের এই ক্রিকেটার। এক পর্যায়ে তিনি ব্যাটিং করেছেন ডানহাতি হিসেবেও।
সালাহউদ্দিন-সোহেলকে নিয়ে নেটে ২০মিনিট আলাদা করে অনুশীলন করেন সাকিব। প্রতি শট খেলার পর পর তিনি ছুটে যাচ্ছিলেন তাদের দিকে। এরপরই আবার ডানহাতে ব্যাটিং করেন, আবার ক্যাচিং করেন। এরপর আবার ফিরে যান যথারিতি ব্যাটিংয়ে।