করোনায় আক্রান্ত হয়ে ছিটকে গেলেন কনওয়ে

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
জোহানেসবার্গে বাড়ি-ঘর বিক্রি করে নিউজিল্যান্ডের হয়ে স্বপ্ন পূরণ
২৭ নভেম্বর ২০
ক্রাইস্টচার্চে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ড। এই ম্যাচে নামার আগেই দুঃসংবাদ পেয়েছে কিউইরা। করোনায় আক্রান্ত হয়েছেন দলটির ওপেনার ডেভন কনওয়ে।
এই কারণে ম্যাচটি খেলছেন না তিনি। নিউজিল্যান্ডের বোলিং কোচ আন্দ্রে অ্যাডামসও করোনা আক্রান্ত হয়েছেন। বর্তমানে টিম হোটেলে আইসোলেশনে আছেন দুজন। কনওয়ের জায়গায় কিউই দলে ডাক পেয়েছেন চাঁদ বাওয়েস।

কনওয়ের এ ম্যাচ থেকে ছিটকে পড়ার বিবৃতিতে নিউজিল্যান্ড ক্রিকেট বলেছে, ‘কোভিড পজিটিভ হওয়ায় পাকিস্তানের বিপক্ষে চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচ থেকে ছিটকে পড়েছেন ডেভন কনওয়ে। গতকাল পজিটিভ হওয়ার পর ক্রাইস্টচার্চে টিম হোটেলে আইসোলেশনে আছেন কনওয়ে। ক্যান্টারবেরি কিংসের ব্যাটসম্যান চাঁদ বাওয়েস আজ স্কোয়াডে যোগ দেবেন।’
৮-১০ বছর বিশ্ব ক্রিকেট শাসন করার মতো দল আছে আমাদের: কোহলি
১৪ ঘন্টা আগে
এদিকে ক্যান্টারবেরির ডেভেলপমেন্ট কোচ ব্রেন্ডন ডনকার্স আজকের ম্যাচে দলের সঙ্গে যোগ দেবেন। তিনি মূলত অ্যাডামসের জায়গায় যোগ দেবেন। কনওয়েকে এখনই সিরিজ থেকে ছিটকে দিতে চাচ্ছে না এনজেডসি।
সেক্ষেত্রে সিরিজের পঞ্চম ম্যাচে আবারও দেখা যেতে পারে এই ওপেনারকে। তবে খেলার মতো পুরোপুরি ফিট হতে হবে তাকে। বিশ্বব্যাপী করোনা মহামারির প্রকোপ অনেক আগেই কমে গিয়েছে। সাম্প্রতিক সময়ে অবশ্য নিউজিল্যান্ডে এমনটা দেখা যাচ্ছে।
এর আগে গত ১২ জানুয়ারি করোনা পজিটিভ হন নিউজিল্যান্ড অলরাউন্ডার মিচেল সান্টনার। সেই কারণে প্রথম ম্যাচে খেলতে পারেননি তিনি। যদিও করোনা থেকে সেরে উঠে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে খেলেছেন এই স্পিন অলরাউন্ডার। ইতোমধ্যেই ৫ ম্যাচের এই সিরিজটি ৩-০ ব্যবধানে জিতে গেছে কিউইরা।