বিসিবির গোছানো বিপিএলের মঞ্চায়নের অপেক্ষা

ছবি: বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বাংলাদেশের প্রস্তুতির ঘাটতি ছিল, মানছেন সালাহউদ্দিনও
২৬ ফেব্রুয়ারি ২৫
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফেসবুক পেইজে ঢুঁ মারলেই চোখে পড়ে উৎসবের আমেজ। যে আমেজ এবার শুরু হয়েছে আগে-ভাগেই, এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। শুধু মাঠের বাইরেই নয়, মাঠের ভেতরেও রয়েছে নানা নতুনত্ব। তাই আন্দাজ করাই যায় এবারের বিপিএলকে ঘিরে বিসিবির চেষ্টার কমতি নেই। কমতি থাকবেই না কেন, টি-টোয়েন্টি এই টুর্নামেন্টকে ঘিরে তো আলোচনা-সমালোচনার কমতি নেই। তাই এবার অপেক্ষা বিসিবির পক্ষ থেকে একটি গোছানো বিপিএলের।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর শুরু হচ্ছে ১৯ জানুয়ারি। সাত দলের টুর্নামেন্ট শেষ হবে ১লা মার্চ। ঢাকা, সিলেট, ঢাকা, চট্টগ্রাম, ঢাকা—৪৬ ম্যাচের বিপিএল হবে পাঁচটি ভাগে। প্রথম ভাগটা হচ্ছে ঢাকায়। চার-ছক্কার এই প্রতিযোগিতা মাঠে গড়ানোর আগ মুহূর্তে ঢাকা পর্বকে ঘিরেই চলছে বিপিএল আয়োজকদের শেষ প্রস্তুতি।
মিরপুর স্টেডিয়ামের এক নম্বর গেটের সামনে মাইকিংয়ের মাধ্যমে চলছে বিপিএলের টিকিট বিক্রির ঘোষণা। একাডেমি মাঠে তো ফ্র্যাঞ্চাইজিদের অনুশীলন ব্যস্ততায় রমরমা। যদিও কয়েকটি ফ্র্যাঞ্চাইজি নিজেদের মাঠে অনুশীলন চালাচ্ছে। তারপরও মূল পর্ব শুরুর আগের দিন ৪টি দল একাডেমি মাঠে অনুশীলন চালিয়েছে।
শুক্রবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী দিনে দুটি ম্যাচ। দুপুর আড়াইটায় প্রথম ম্যাচে দুর্দান্ত ঢাকার মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সন্ধ্যা সাড়ে ৭টায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি হবে সিলেট স্ট্রাইকার্স। প্রায় একই সময়ে সারাবিশ্বে চলবে ছয়টি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট।
ফলে বিভিন্ন দলের বিদেশি ক্রিকেটাররা থাকবেন আসা-যাওয়ার মাঝে। এবারের বিপিএলে প্রায় সব দলই নতুন করে অধিনায়ক বেছে নিয়েছে। যেখানে আধিক্য দেখা যায় তরুণদের। নতুন নামে এবারের বিপিএলে আসা দুর্দান্ত ঢাকার অধিনায়কের দায়িত্ব দেয়া হয়েছে মোসাদ্দেক হোসেন সৈকতকে। গতবার চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে নেতৃত্ব দেওয়া শুভাগত হোমকে এবারও রেখে দেয়া হয়েছে।

এদিকে অধিনায়কত্ব নিয়ে সাকিব আল হাসানের অনিচ্ছার কারণে রংপুর রাইডার্স বেছে নিয়েছে নুরুল হাসান সোহানকে। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের নেতৃত্বে নতুন মুখ লিটন দাস। ইমরুল কায়েসকে সরিয়ে নতুন করে দায়িত্ব পেয়েছেন এই ওপেনার। খুলনা টাইগার্সের দায়িত্বেও নতুন মুখ। এনামুল হক বিজয়কে অধিনায়ক বানিয়েছে তারা।
কলকাতার নতুন সহকারী কোচ গিবসন
৮ মার্চ ২৫
এদিকে, ফরচুন বরিশালের দায়িত্ব থাকবে তামিম ইকবালের কাঁধে। সিলেট স্ট্রাইকার্সের দায়িত্বে যথারীতি আছেন মাশরাফি বিন মুর্তজা। সবমিলিয়ে এবারের বিপিএলে তিনটি দল– চট্টগ্রাম, রংপুর এবং সিলেট পুরোনো অধিনায়কদের ধরে রেখেছে।
ঢাকা গ্ল্যাডিয়েটর্স, ঢাকা ডায়নামাইটস, ঢাকা প্লাটুন, মিনিস্টার ঢাকার পর আরও একটি নতুন মালিকানার অধীনে খেলবে ঢাকা। দলে জাতীয় দলের তারকা পেসার তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামের সঙ্গে আছেন মোসাদ্দেক হোসেন, নাইম শেখ, সাইফ হাসানও। এছাড়া আরাফাত সানি, ইরফান শুক্কুরের মতো ঘরোয়া ক্রিকেটের নিয়মিত পারফর্মাররাও খেলবেন ঢাকার হয়ে।
বিদেশিদের মধ্যে দুই পাকিস্তানি সাইম আইয়ুব, উসমান কাদিরকে নিয়েছে ঢাকা। অবশ্য পিএসএল শুরু হলে মাঝপথেই বিপিএল ছাড়বেন তারা। চার লঙ্কান ক্রিকেটারদের মধ্যে বড় নাম ইনফর্ম সাদিরা সামারাবিক্রমা। বিদেশিদের মধ্যে তেমন বড় নাম না থাকায় স্থানীয় ক্রিকেটারদের ওপরই নির্ভর করবে ঢাকার টুর্নামেন্ট ভাগ্য।
বিপিএলের সবচেয়ে বেশি শিরোপা জেতা দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এমনকি সবশেষ দুই আসরেও শিরোপা জিতেছে দলটি।দেশি-বিদেশি মিলিয়ে এবারও তারকায় ভড়া দল সাজিয়েছে কুমিল্লা। দেশিদের মধ্যে লিটন দাস, মুস্তাফিজুর রহমান, তাওহীদ হৃদয়, ইমরুল কায়েসরা তো আছেনই। তানভির ইসলাম, জাকের আলী অনিকদের মতো তরুণদের ওপরও ভরসা রেখেছে কুমিল্লা।
বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগের জন্য মঈন আলী, আন্দ্রে রাসেল, সুনীল নারিনদের এখনই পাচ্ছে না কুমিল্লা। জাতীয় দলের ব্যস্ততা শেষে আসার কথা মোহাম্মদ রিজওয়ান, ইফতিখার আহমেদদের। তাই সব বিভাগ মিলিয়ে বেশ শক্তিশালী কুমিল্লা। নতুন ফ্র্যাঞ্চাইজির অধীনে প্রথমবার খেলতে রানার্স আপ হিসেবে গেল আসর শেষ করে সিলেট।
গেল বিপিএলের মতো এবারও তরুণদের দিয়েই দল সাজিয়েছে সিলেট। ফর্মের তুঙ্গে থাকা নাজমুল হোসেন শান্তর সাথে ধরে রেখেছে জাকির হাসান, তানজিম সাকিবকেও। অধিনায়ক মাশরাফি তো আছেনই। বিদেশি অলরাউন্ডারে ঠাঁসা দলটিতে আছে রায়ান বার্ল, বেনি হাওয়েল ও বেন কাটিংরা।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স দল গত তিন মৌসুমের দুটিতেই খেলেছে প্লে অফে। আগের আসর শেষ করেছে টেবিলের তলানিতে। এবার জাতীয় দলের ক্রিকেটারদের মধ্যে আছেন কেবল তানজিদ তামিম। বাকিরা ঘরোয়া ক্রিকেটের নিয়মিত মুখ। আগের ব্যর্থতা মুছতে এই বছর বিদেশিদের প্রাধান্য দিয়েই দল সাজিয়েছে চট্টগ্রাম।
মোহাম্মদ হারিস, কুশল মেন্ডিস, নাজিবউল্লাহ জাদরানদের দলে টেনেছে ফ্র্যাঞ্চাইজিটি। টপ অর্ডারে চট্টগ্রামের ভরসা পাকিস্তানি ব্যাটার মোহাম্মদ হারিস। আছেন তানজিদ তামিমও। দুই লঙ্কান তারকা আভিস্কা ফার্নান্দো ও মেন্ডিস আরও শক্ত করবেন টপ অর্ডারের ভিত। সবমিলিয়ে এবার বিপিএলের মঞ্চায়নের অপেক্ষা।