রিশাদকে পর্যাপ্ত সুযোগ দেয়ার আশ্বাস লিটনের

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশের প্রস্তুতির ঘাটতি ছিল, মানছেন সালাহউদ্দিনও
২৬ ফেব্রুয়ারি ২৫
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সফলতম দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। টানা দুই আসরের চ্যাম্পিয়ন হয়ে এবারের বিপিএলে খেলতে নামছে তারা। হাতিছানি দিচ্ছে হ্যাটট্রিক শিরোপা জয়ের বিরল রেকর্ড। এবার আসর শুরুর আগেই লিটন দাসের হাতে অধিনায়কত্ব তুলে দিয়ে বড় চমক দেখিয়েছে দলটি। দেশি ও বিদেশি ক্রিকেটারের সমন্বয়ে বেশ শক্তিশালী দল গড়েছে তারা।
যদিও প্রথম ম্যাচে সব বিদেশিদের পাচ্ছে না দলটি। তবে দ্বিতীয় ম্যাচ থেকেই বিদেশিদের সমস্যা সমাধান হবে বলে বিশ্বাস কুমিল্লার অধিনায়কের। শুক্রবার নিজেদের প্রথম ম্যাচে কুমিল্লা মুখোমুখি হবে দুর্দান্ত ঢাকার। আপাতত লিটনের মনোযোগ প্রথম ম্যাচেই।

নিজের প্রস্তুতি নিয়ে লিটন বলেছেন, 'স্যারের (সালাউদ্দিন) সঙ্গে আমার কথা হয়েছে। প্রথম ম্যাচ নিয়ে কিছুটা চিন্তিত ছিলাম। তবে আমাদের বিদেশি মোটামুটি সবাই চলে এসেছে। মনে হয় না দ্বিতীয় ম্যাচ থেকে আর সমস্যা হবে।'
লিটনই কী তবে নতুন টি-টোয়েন্টি অধিনায়ক?
৮ মার্চ ২৫
কুমিল্লা দলে একমাত্র লেগ স্পিনার হিসেবে আছেন রিশাদ হোসেন। বিদেশি ক্রিকেটারদের ভিড়ে একাদশে তার জায়গা হবে কিনা তা নিয়ে শঙ্কা রয়েছে। লিটন অবশ্য তাকে পর্যাপ্ত সুযোগ দেয়ার আশ্বাস দিয়েছেন। জাতীয় দলের কথা ভেবেই তাকে সুযোগ দেয়ার পক্ষে তিনি।
এ প্রসঙ্গে লিটন বলেন, 'যেহেতু স্যার তাকে (রিশাদ) নিয়েছে, কুমিল্লা ভিক্টোরিয়ান্স তাকে নিয়েছে, অবশ্যই তার ভেতরে ওই ক্যালিবারটা আছে। একইসঙ্গে সবশেষ সিরিজটা যে খেলেছে, ভালো করেছে। তো অবশ্যই লেগ স্পিনার হিসেবে আমরা চাইব তাকে সুযোগটা দেওয়ার জন্য। কারণ সে যদি সুযোগ পায়, আমাদের জাতীয় দলের ভবিষ্যতের জন্য অনেক উপকার হবে।'
বিপিএলে অংশ নেয়া দলগুলোর শক্তিমত্তা নিয়ে কুমিল্লার অধিনায়ক বলেন, 'ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে সবগুলো দলই ভালো। ব্যাটে-বলে যারা ভালো খেলবে, তারাই জিতবে। আমাদের শতভাগ ক্রিকেটটাই খেলতে হবে। আমি মনে করি, আমাদের দলটা অনেক ভারসাম্যপূর্ণ। যতগুলো ক্রিকেটার আছে, সবাই ম্যাচ জেতানর মতো। দেখা যাক, কালকে কী হয়!'