promotional_ad

যোগ্য ব্যক্তিকেই কুমিল্লার অধিনায়কত্ব দেয়া হয়েছে: ইমরুল

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ইমরুলের সেঞ্চুরি মিসের দিনে অঘটনের শিকার আবাহনী

৩ মার্চ ২৫
হাফ সেঞ্চুরির পর ইমরুল কায়েস, ক্রিকফ্রেঞ্জি

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে আর নেতৃত্ব দিতে দেখা যাবে না ইমরুল কায়েসকে। তার বদলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে অধিনায়কত্ব করবেন লিটন দাস। তরুণ এই ব্যাটারের কাছে নেতৃত্ব হারানোকে খুব স্বাভাবিকভাবেই নিচ্ছেন ইমরুল। তার মতে, যোগ্য লোকের হাতেই পড়েছে কুমিল্লার নেতৃত্ব।


বিপিএলের ইতিহাসের সবচেয়ে সফলতম দল কুমিলা ভিক্টোরিয়ান্স। এখন পর্যন্ত সর্বোচ্চ চারবার বিপিএলের শিরোপা নিজেদের করে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। ২০১৫ সালে মাশরাফি বিন মুর্তজার অধীনে প্রথমবারের মতো বিপিএল শিরোপা ছুঁয়ে দেখে কুমিল্লা।



promotional_ad

তারপর ২০১৮, ২০২২ এবং ২০২৩ সালে আরও তিনবার শিরোপা জিতে দলটি। তিনবারই দলটির অধিনায়কত্ব করেন ইমরুল। আর প্রতিটি শিরোপা জয়ের সময়ই দলটির হেড কোচ ছিলেন মোহাম্মদ সালাহউদ্দিন। দেশসেরা এই কোচ এই বিপিএলের শুরুতেই ইমরুলকে জানিয়ে দেন যে তিনি এবার আর অধিনায়ক থাকছেন না।


আরো পড়ুন

বাংলাদেশের প্রস্তুতির ঘাটতি ছিল, মানছেন সালাহউদ্দিনও

২৬ ফেব্রুয়ারি ২৫
পাকিস্তান ম্যাচের আগে সংবাদ সম্মেলনে কথা বলছেন মোহাম্মদ সালাহউদ্দিন

ক্রিকফ্রেঞ্জিকে ইমরুল বলেন, 'গত পরশু আমাকে আমার কোচ জানিয়েছে। অনুশীলনের সময়। এটা আমার কাছে স্বাভাবিক লেগেছে। আমি কখনো অধিনায়কত্ব নিয়ে চিন্তাও করি না, যে আমার নেতৃত্ব দিতেই হবে। দেখেন স্টিভ স্মিথ যখন অধিনায়ক ছিল, যাওয়ার পর কিন্তু আমি করেছিলাম। তো ওগুলোও স্বাভাবিকভাবেই নিয়েছিলাম। এখন যে অধিনায়কত্ব চলে গেছে সেটাও স্বাভাবিকভাবেই নিচ্ছি।


'আমার কাছ থেকে আরেকজনের কাছে গেছে, এটাও স্বাভাবিকভাবে নিলাম। খেলোয়াড় হিসেবে দলে অবদান রাখতে চাই। একটা সময় পরিবর্তন হতেই হতো। আমার মনে হয় যোগ্য ব্যাক্তিকেই অধিনায়কত্ব দেয়া হয়েছে। ভবিষ্যৎ পরিকল্পনা করেই ওরা সেটা চিন্তা করেছে।



ইমরুলের মতে, ভবিষ্যতের কথা চিন্তা করেই নেতৃত্বে বদল এনেছে কুমিল্লা। ফ্র্যাঞ্চাইজির এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তিনি। পেশাদার ক্রিকেটার হিসেবে দলের যেকোনো সিদ্ধান্ত তিনি মেনে নেবেন, এমনটাই জানিয়েছেন অকপটে।


ইমরুল আরও বলেন, 'না না, একদমই না। আমি খেলোয়াড় হিসেবে মাঠে খেলাটা উপভোগ করি। যখন অধিনায়ক ছিলাম, বাড়তি একটা দায়িত্ব কাজ করত। স্যারের (সালাহউদ্দিন) সাথে একটা বোঝাপড়া ছিল, যেটা ভালো ছিল। আমার কাছে এটা একেবারেই কঠিন ছিল না। পেশাদার ক্রিকেটার হিসেবে আপনি যেখানেই খেলেন আপনাকে মানিয়ে নিতে হবে। প্রতিটি ফ্র্যাঞ্চাইজির নিজস্ব পরিকল্পনা থাকে। আমি মনে করি, আমাদের ফ্র্যাঞ্চাইজির একটা পরিকল্পনা আছে। তারা ওই পরিকল্পনাতেই আগাচ্ছে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball