ডাবল সুপার ওভারের নাটকীয় ম্যাচে হেরে হোয়াইটওয়াশ আফগানিস্তান

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ওয়ানডে বিশ্বকাপ তো ওয়ানডে বিশ্বকাপ, এটাও কম নয়: রোহিত
৬ ঘন্টা আগে
ভারতের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ডাবল সুপার ওভারের নাটকীয় ম্যাচে হেরে হোয়াইটওয়াশ হলো আফগানিস্তান। প্রথম সুপার ওভারে আগে ব্যাট করে ১ উইকেট হারিয়ে ১৬ রান সংগ্রহ করেছিল আফগানরা। জবাবে রোহিত শর্মার দুই ছক্কার পরও ১৬ রানের বেশি করতে পারেনি ভারত। ফলে প্রথম সুপার ওভারটি টাই হয়।
প্রথম সুপার ওভারে মুকেশ কুমারের প্রথম বলেই রান আউট হয়ে সাজঘরে ফেরেন গুলবাদিন নাইব। পরের বলে মোহাম্মদ নবি এক রান নিলে স্ট্রাইক পান রহমানউল্লাহ গুরবাজ। তৃতীয় বলে আউট সাইড এজ হয়ে শর্ট থার্ড ম্যান অঞ্চল দিয়ে চার হয়। পরের বলে গুরবাজ সিঙ্গেল নিলে আবারও স্ট্রাইক পান নবি। পঞ্চম বলে কাউ কর্নার দিয়ে ছক্কা ও শেষ বলে ৩টি বাই রান নিলে আফগানিস্তানের সংগ্রহ দাঁড়ায় ১৬।
দ্বিতীয় সুপার ওভারে ভারত আগে ব্যাটিংয়ে নেমে মাত্র ১১ রান তোলে। ৫ বলের মধ্যে ২ উইকেট হারালে আর শেষ বল খেলার সুযোগ পায়নি তারা। এরপর ব্যাটিংয়ে নেমে প্রথম বলেই মোহাম্মদ নবির উইকেট হারায় আফগানিস্তান। এরপর করিম জানাত সিঙ্গেল নিলেও পরের বলে রহমান উল্লাহ গুরবাজ ফিরে গেলে হেরে যায় আফগানরা। তাদের থামতে হয় মাত্র এক রানে।

এর আগে মূল ম্যাচে ২১৩ রানের লক্ষ্যে খেলতে নেমে রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান ওপেনিং জুটিতে তোলেন ৯৩ রান। আর তাতেই জয়ের স্বপ্ন দেখে আফগানরা। দুজনই পেয়েছেন হাফ সেঞ্চুরির দেখা। কিন্তু বড় ইনিংস খেলতে পারেননি। ১১ বলে ব্যবধানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে আফগানিস্তান
অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে শীর্ষে ওমরজাই
৫ মার্চ ২৫
এরপর গুলবদিন নাইবের সঙ্গে ২২ বলে ৫৬ রানের জুটিতে আফগানদের জয়ের আশা বাঁচিয়ে রাখেন মোহাম্মদ নবি। ওয়াশিংটন সুন্দরের অফ স্টাম্পের বাইরের বলে তুলে মারতে গিয়ে ১৬ বলে ৩৪ রান করে থামেন তিনি। নাইবকে সঙ্গ দিতে পারেননি করিম জানাত ও নজিবউল্লাহ জাদরান।
তারা দ্রুত ফিরলে একাই লড়তে থাকেন নাইব। জয়ের জন্য শেষ ৫ বলে আফগানদের প্রয়োজন ছিল ১৪ রান। সেই ব্যবধান ১ বলে ৩ রানে নামিয়ে আছেন নাইব। অবশ্য শেষ বলে দুই রান নিতে পারে আফগানরা। ফলে ম্যাচটি টাই হয়। এর আগে ভারতের ইনিংসটি ছিল রোহিত ও রিংকুময়।
ভারত ২২ রানের মধ্যে হারিয়ে ফেলেছিল ৪ উইকেট। এরপর আর কোনো উইকেট হারাতে দেননি রোহিত-রিংকু। ভারতীয় অধিনায়ক রোহিত ৬৯ বলে ১২১ রানের অপরাজিত ইনিংস খেলেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারে এটি তার পঞ্চম সেঞ্চুরি।
রিংকু অপরাজিত থাকেন ৩৯ বলে ৬৯ রানে। রোহিত ও রিংকু মিলে মারেন ১৪টি ছক্কা। পঞ্চম উইকেটে এই দুজনের রেকর্ড জুটি অবিচ্ছিন্ন থাকে ৯৫ বলে ১৯০ রানে। এর মধ্যে করিম জানাতের করা শেষ ওভারেই রোহিত-রিংকু মিলে নিয়েছেন ৩৬ রান।