অ্যালেনের ১৬ ছক্কার বিধ্বংসী সেঞ্চুরির ম্যাচে উড়ে গেল পাকিস্তান

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আমি নিজের চেয়ে দলকে সবসময় ওপরে রাখি: হার্দিক
১১ মিনিট আগে
ডানেডিনে ফিন অ্যালেনের অবিশ্বাস্য ঝড়ো সেঞ্চুরিতে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৪৫ রানে হারিয়েছে নিউজিল্যান্ড। অ্যালেনের ১৬ ছক্কার সেঞ্চুরির ম্যাচে জিতে পাঁচ ম্যাচের সিরিজটি স্বাগতিকরা জিতে গেল প্রথম তিন ম্যাচেই।
বিধ্বংসী ব্যাটিংয়ে এ দিন ৬২ বলে ১৩৭ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন অ্যালেন। ২৪ বছর বয়সী এই ওপেনারের সেঞ্চুরিতে কিউইরা নির্ধারিত ২০ ওভারে তোলে ২২৪ রান। আগের দুই ম্যাচের মতো এদিনও টস জিতে কিউইদের ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান।

প্রথম চার ওভারে কিউইদের রান ২৯ থাকলেও আস্তে আস্তে হাত খোলা শুরু করেন অ্যালেন। পাওয়ার প্লের শেষ ওভারে তিনটি ছক্কা ও দুটি চারে ২৮ রান নেন তিনি। পাওয়ার প্লে'তে কেবল ডেভন কনওয়ের উইকেট হারায় নিউজিল্যান্ড।
আমরাই পাকিস্তানকে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক করেছিলাম: সৌরভ
৯ মার্চ ২৫
এরপর অ্যালেনের তান্ডব বাড়তে থাকে। ২৬ বলে হাফ সেঞ্চুরির পর ৪৮ বলে সেঞ্চুরি তুলে নেন এই ওপেনার। দ্বিতীয় উইকেটে টিম সাইফার্টের সঙ্গে ৬১ বলে ১২৫ রানের জুটি গড়েন অ্যালেন। সাইফার্ট কেবল ২৩ বলে ৩১ রান করে একপ্রান্ত আগলে রাখেন।
তারপর কিউই ব্যাটাররা যাওয়া আসায় থাকলেও একপ্রান্তে রান তোলেন অ্যালেন। ১৮তম ওভারে জামান খানের বলে বোল্ড হয়ে ফিরে যাওয়ার আগে ব্রেন্ডন ম্যাককালামের রেকর্ড ভাঙেন তিনি। ২০১২ সালে বাংলাদেশের বিপক্ষে ব্রেন্ডন ম্যাককালাম ১২৩ রান করেছিলেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে কিউইদের হয়ে এক ইনিংসে সবচেয়ে বেশি রান এখন অ্যালেনের।
লক্ষ্য তাড়া করতে নেমে বাবর আজম টানা তৃতীয় হাফ সেঞ্চুরি করলেও পাকিস্তান ১৭৯ রানে থেমে যায়। শুরু থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি। ৩৭ বলে ৫৮ রানের দারুণ একটি ইনিংস বাবর খেললেও বাকিরা তাকে সেভাবে সঙ্গ দিতে পারেননি।
শেষ দিকে মোহাম্মদ নাওয়াজের ১৫ বলে ২৮ এবং অধিনায়ক শাহিন শাহ আফ্রিদির ১১ বলে ১৬ রানের ইনিংসে কেবল পরাজয়ের ব্যবধানই কমাতে পেরেছে পাকিস্তান। কিউইদের হয়ে ২৯ আন খরচায় দুই উইকেট নেন টিম সাউদি।