এবারও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে নেতৃত্ব দেবেন শুভাগত

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১০ম আসরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়কত্ব করবেন শুভাগত হোম। এক বিবৃতিতে এমনটা নিশ্চিত করেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ফ্র্যাঞ্চাইজি। গত মৌসুমেও এই দলকে নেতৃত্ব দিয়েছেন ঘরোয়া ক্রিকেট মাতানো এই অলরাউন্ডার।


চট্টগ্রামের হয়ে গত আসর বেশ ভালো গিয়েছে শুভাগতর। নেতৃত্ব দেয়ার পাশাপাশি ব্যাট হাতে দলটির হয়ে ১৭০ রান এবং বল হাতে ৯টি উইকেট শিকার করেন তিনি। সবমিলিয়ে টি-টোয়েন্টিতে তার পারফরম্যান্সও বেশ আশা জাগানিয়া।


promotional_ad

ক্যারিয়ারে ১২৬ ম্যাচ খেলে ১৩৫.৬৯ স্ট্রাইক রেটে এক হাজার ৪৩৭ রান ও ৫০ উইকেট শিকার করেছেন শুভাগত। দল হিসেবে চট্টগ্রাম এর আগে কখনো শিরোপা না জিতলেও এবার তারা ভালো কিছুরই স্বপ্ন দেখছে।


সেই লক্ষ্যে এবার বেশ ভালো কয়েকজন বিদেশি ক্রিকেটার দলে ভিড়িয়েছে তারা। দলটিতে আছেন মোহাম্মদ হারিস, নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ হাসনাইন, স্টিফ্যান স্কিনাজি, কার্টিস ক্যাম্ফার, বিল্লাল খান, এবং আভিশকা ফার্নান্দো।


পাশাপাশি দেশীয়দের মধ্যে তানজিদ হাসান তামিম, জিয়াউর রহমানরা আছেন এই দলে। আগামী শুক্রবার (১৯ জানুয়ারি) শুরু হবে বিপিএলের ১০ম আসর, উদ্বোধনী দিনেই মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নামবে চট্টগ্রাম।


চট্টগ্রাম চ্যালেঞ্জার্স স্কোয়াড: শুভাগত হোম (অধিনায়ক), জিয়াউর রহমান, নিহাদউজ্জামান, মোহাম্মদ হারিস, নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ হাসনাইন, শহিদুল ইসলাম, স্টিফান স্কিনাজি, তানজিদ হাসান তামিম, আল-আমিন হোসেন, সৈকত আলী, ইমরানউজ্জামান, কার্টিস ক্যাম্ফার, বিল্লাল খান, শাহাদাত হোসেন দিপু, সালাউদ্দিন শাকিল, আভিশকা ফার্নান্দো।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball