promotional_ad

বিপিএলের ৯ সদস্যের ধারাভাষ্য প্যানেলে চমক রমিজ রাজা

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

‘প্রতিভাবান’ নাহিদের প্রশংসায় ওয়াহাব রিয়াজ

২৭ ফেব্রুয়ারি ২৫
ওয়াহাব রিয়াজ (বামে) ও নাহিদ রানা (ডানে)

টিভি-সেটের সামনে বসে যারা খেলা দেখেন তাদের কাছে মাঠের ক্রিকেটকে আরও বেশি প্রাণবন্ত করে তোলেন ধারাভাষ্যকাররা। ব্যাটার কোথায় ভুল করছেন, বোলারের কি করা উচিত ছিল কিংবা ম্যাচের গুরুত্বপূর্ণ ডেলিভারি, মুহূর্ত নিয়ে বিশ্লেষণ করে সমর্থকদের আনন্দ দিয়ে থাকেন তারা।


যদিও সবশেষ কয়েক বছরে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ধারাভাষ্য নিয়ে সমর্থকরা খুব বেশি খুশি হতে পারেননি। নতুন মৌসুম শুরুর আগে বেশ কিছু ইতিবাচক সিদ্ধান্ত নিয়ে দর্শকদের আশার আলো দেখাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রচারণা, মাঠের পরিবর্তন কিংবা অন্যান্য বিষয়ের সঙ্গে যুক্ত হচ্ছে ধারাভাষ্যও।



promotional_ad

বিপিএলের এবারের আসরে ধারাভাষ্যে সবচেয়ে বড় চমক রমিজ রাজা। পাকিস্তানের জনপ্রিয় এই ধারাভাষ্যকারের আসার খবর নিশ্চিত করেছে বিসিবি নিজেই। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সময়টাতেও তাকে পাওয়া যাবে কিনা তা এখনও জানা যায়নি। এদিকে ৯ সদস্যের ধারাভাষ্য প্যানেলে ৫ বিদেশির সঙ্গে আছেন বাংলাদেশের চারজন।


আরো পড়ুন

বাংলাদেশের প্রস্তুতির ঘাটতি ছিল, মানছেন সালাহউদ্দিনও

২৬ ফেব্রুয়ারি ২৫
পাকিস্তান ম্যাচের আগে সংবাদ সম্মেলনে কথা বলছেন মোহাম্মদ সালাহউদ্দিন

বিদেশি ধারাভাষ্যকার হিসেবে বিপিএলের এবারের মৌসুমে দেখা যাবে সাউথ আফ্রিকার হিলটন ডিওন অ্যাকারম্যান, ওয়েস্ট ইন্ডিজের কার্টলি অ্যামব্রোস, পাকিস্তানের আমির সোহেল এবং শ্রীলঙ্কার রাসেল আরনল্ডকে। গত মৌসুমেও বিপিএলে কাজ করেছেন অ্যামব্রোস, আমির সোহেল এবং অ্যাকারম্যানরা।


বিদেশি হিসেবে গত আসরে কাজ করা শ্রীলঙ্কার রোশান অ্যাবেসিংহের জায়গায় দেখা যাবে রাসেলকে। এদিকে দেশি হিসেবে থাকছেন জনপ্রিয় ধারাভাষ্যকার ও সাবেক ক্রিকেটার আতহার আলী, শামীম চৌধুরি, সমন্বয় ঘোষ এবং মাজহার উদ্দীন অমি।



১৯ জানুয়ারি থেকে পর্দা উঠছে বিপিএলের এবারের আসরের। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ১লা মার্চ। অন্যান্য মৌসুমের মতো দেশের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট হবে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়াম এবং সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। ৪৬ ম্যাচের বিপিএলের ফাইনাল হবে ঢাকায়।


বিপিএলের ধারাভাষ্য প্যানেল- রমিজ রাজা, এইচডি অ্যাকারম্যান, কার্টলি অ্যামব্রোস, রাসেল আরনল্ড, আমির সোহেল, আতহার আলী, শামীম চৌধুরি, সমন্বয় ঘোষ এবং মাজহার উদ্দীন অমি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball