promotional_ad

সুমাইয়া-নিশিতাদের নিয়ে ত্রিদেশীয় সিরিজের জন্য দল ঘোষণা

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

বাংলাদেশকে গ্রুপে দেখে ভয় পাবে অস্ট্রেলিয়া: সুমাইয়া

১ জানুয়ারি ২৫
গণমাধ্যমে কথা বলছেন সুমাইয়া আক্তার, ক্রিকফ্রেঞ্জি

বাংলাদেশ, শ্রীলঙ্কা ও পাকিস্তানকে নিয়ে কক্সবাজারে শুরু হচ্ছে ত্রিদেশীয় সিরিজ। ২৪ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক করা হয়েছে সুমাইয়া আক্তারকে।


সবশেষ নারী ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ব্যাট হাতে আলো ছড়িয়েছিলেন সুমাইয়া। তরুণ এই ব্যাটার বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) হয়ে ৭ ম্যাচে ১ সেঞ্চুরি ও ৪ হাফ সেঞ্চুরিতে ৭০.১৭ গড়ে ৪২১ রান করেছিলেন। তার চেয়ে বেশি রান করতে পারেননি আর কেউ।



promotional_ad

কেরানিগঞ্জ ক্রিকেট অ্যাকাডেমির বিপক্ষে অপরাজিত ১১১ রানের ইনিংস খেলেছেন সুমাইয়া। এ ছাড়া কলাবাগান ক্রীড়া চক্রের বিপক্ষে ৯৯ রানের ইনিংসও আছে তার। এদিকে বল হাতে দারুণ সময় গেছে নিশিতা আক্তার নিশির। সুমাইয়ার মতো বিকেএসপির হয়ে ৭ ম্যাচে নিয়েছেন ১৪ উইকেট।


ওভার প্রতি ২.৯৭ রান দিয়েছেন নিশিতা। কেরানিগঞ্জের বিপক্ষে মাত্র ৫ রানে ৪ উইকেট নিয়েছেন তিনি। নারী ডিপিএলে ৭ ম্যাচে ১৮৯ রান করেছিলেন উন্নতি আক্তার। কলাবাগান ক্রীড়া চক্রের বিপক্ষে ৬১ রানের একটি ইনিংস খেলেছিলেন তিনি। জাতীয় দলে খেলা রাবেয়াও আছেন ত্রিদেশীয় সিরিজের দলে।


২৪ জানুয়ারি থেকে শুরু হওয়া ত্রিদেশীয় সিরিজের প্রথম দিনেই মাঠে নামবে বাংলাদেশের মেয়েরা। যেখানে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ ২৭ জানুয়ারি পাকিস্তানের বিপক্ষে। প্রতিটি প্রতিপক্ষের সঙ্গে দুটি ম্যাচ খেলবে দলগুলো।



শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ফিরতি ম্যাচ ২৮ জানুয়ারি। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ ৩১ জানুয়ারি, পাকিস্তানের বিপক্ষে। পয়েন্ট টেবিলের সেরা দুই দল খেলবে ফাইনালে। কক্সবাজারের শেখ কামাল ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ফাইনাল হবে ২ ফেব্রুয়ারি। ম্যাচগুলো হবে টি-টোয়েন্টি সংস্করণে।


বাংলাদেশ- সুমাইয়া আক্তার (অধিনায়ক), রাবেয়া, নিশিতা আক্তার নিশি, সুমাইয়া আক্তার সুবর্ণা, ফাহমিদা ছোঁয়া, আফিয়া আসমিরা ইরা, উন্নতি আক্তার, আরভিন তানি, মোছাম্মদ ইভা খাতুন, আশরাফি ইয়াসমিন অর্থী, হাবিবা ইসলাম পিংকি, জান্নাতুল মাওয়া, রাবেয়া খাতুন, সুর্বণা কর্মকার, ফারিয়া আক্তার, আনিশা আক্তার সোবা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball