promotional_ad

বিপিএলে ২০২৩ এর ফর্ম ধরে রাখতে চান শরিফুল

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

বিপিএলে সিলেট ফ্র্যাঞ্চাইজি নিতে আগ্রহী ‘ক্রিকেট উইথ সামি’

৬ মে ২৫
সংগঠক মাহিদুল ইসলাম সামি, ফেসবুক থেকে

২০২৩ সালটা স্বপ্নের মতো কেটেছে শরিফুল ইসলামের। চোটের কারণে লম্বা সময় ধরে দলের বাইরে ইবাদত হোসেন। যে কারণে বেশ কয়েকটি সিরিজে খেলতে পারেননি। তবে তার শূন্যতা অনেকাংশেই পুষিয়ে দিয়েছেন শরিফুল। গত বছর তিন ফরম্যাট মিলিয়ে বাংলাদেশি বোলারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন তিনি।


তার নামের পাশে যোগ হয়েছে ৫২ উইকেট। এর মধ্যে টি-টোয়েন্টিতে ৫ ম্যাচে ৭.৭৭ ইকোনোমি আর ১৪.২৫ গড়ে নিয়েছেন ৮ উইকেট। ওয়ানডেতে ১৯ ম্যাচে ৩২ উইকেট, ইকোনোমি ৫.৫০। প্রতি উইকেট নিতে তিনি খরচা করেছেন ২৪.৮৭ রান। টেস্টে ৪ ম্যাচে ১২ উইকেট। এমন পারফরম্যান্সের পর নতুন বছরও নিজের পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখার লক্ষ্য শরিফুলের।


এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) শরিফুল খেলবেন দুর্দান্ত ঢাকার হয়ে। দলটিতে তিনি ছাড়াও আছেন তাসকিন আহমেদের মতো অভিজ্ঞ পেসার। শরিফুল আশাবাদী তাসকিনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে পারফরম্যান্স করতে পারবেন।


promotional_ad

তিনি বলেন, 'গত বছরটা আমার খুব ভালো গিয়েছে। বিশেষ করে শেষ ৬-৭ মাস। নতুন বছরে বিপিএল দিয়েই ক্রিকেটে ফিরব। চেষ্টা থাকবে সেই ফর্মটা ধরে রাখার। চেষ্টা করব যতটা ফিট থেকে খেলা যায়। কারণ সামনে দেশের হয়ে অনেক খেলা আছে। এটাই আমার মূল লক্ষ্য।'


আরো পড়ুন

‘একার খুশির চেয়ে সবার খুশিটা হলে ভালো হতো’

১৯ ফেব্রুয়ারি ২৪
শরিফুল ইসলাম

আগামী জুনে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই বিশ্ব আসরকে সামনে রেখে নিজেকে ফিট রাখাই প্রধান লক্ষ্য শরিফুলের। এই পেসারের বিশ্বাস এবারের বিপিএলে অন্য পেসাররাও নতুন কিছু করার চেষ্টা করবেন। শরিফুলও একই পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন।


এ প্রসঙ্গে শরিফুল বলেন, 'অবশ্যই বিপিএল অনেক সাহায্য করবে। যেহেতু সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আমাদের এটা টি-টোয়েন্টি টুর্নামেন্ট। সবাই চাইবে নিজেদের সেরাটা দিয়ে পারফর্ম করতে। আর নতুন কিছু করতে। এটা বিশ্বকাপেও আমাকে সাহায্য করবে।'


কাগজে-কলমে এবারের বিপিএলের তুলনামূলক খর্বশক্তির দল ধরা হচ্ছে ঢাকাকে। তবে শরিফুলের বিশ্বাস তার দল শেষ চারে খেলতে পারবে। সেমি ফাইনাল নিশ্চিত করতে পারলে ফাইনালের কথা ভাববেন বলে জানিয়েছেন ঢাকার এই পেসার।


তিনি বলেন, 'আমাদের প্রথম লক্ষ্য থাকবে চারে ওঠা। সুপার ফোরে উঠতে পারলে আমরা ফাইনালের চিন্তা করব। আমাদের দলে আমি আছি, সৈকত ভাই আছে, তাসকিন ভাই আছে। ইরফান শুক্কুর ভাই আছে, সাইফ হাসান আছে নাইম শেখ আছে, দেশি প্লেয়াররা আমরা যদি ভালো করি, কিছু কিছু ম্যাচে উইনিং পারফরম্যান্স করি তাহলে আমরা ভালো করব।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball