প্রোটিয়া যুবাদের নতুন অধিনায়ক জুয়ান জেমস

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সাউথ আফ্রিকার ৩ সাবেক ক্রিকেটার গ্রেপ্তার
৩ ডিসেম্বর ২৪
কদিন পরেই ঘরের মাঠে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলতে নামবে সাউথ আফ্রিকা। ডেভিড টিগারকে অধিনায়ক করে প্রোটিয়াদের দল ঘোষণাও হয়ে গিয়েছিল। তবে ফিলিস্তিনের সঙ্গে চলমান সংঘাতে ইসরায়েলি সৈন্যদের সমর্থনে মন্তব্য করায় তাকে অধিনায়কের পদ থেকে সরিয়ে দেয় ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)।
এবার নতুন অধিনায়ক হিসেবে জুয়ান জেমসের নাম ঘোষণা করেছে প্রোটিয়া ক্রিকেট বোর্ড। ১৯ বছর বয়সী এই অলরাউন্ডার এর আগে বাংলাদেশের বিপক্ষে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজে সাউথ আফ্রিকা যুব দলকে নেতৃত্ব দিয়েছিলেন। এবার তার হাতেই আবার দায়িত্ব তুলে দিল ক্রিকেট সাউথ আফ্রিকা।
জেমসকে অধিনায়ক ঘোষণা করে প্রোটিয়া ক্রিকেট বোর্ড বিবৃতিতে বলেছে, 'ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ) ওয়েস্টার্ন প্রভিন্সের অলরাউন্ডার জুয়ান জেমসকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ২০২৪ এর জন্য সাউথ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক হিসেবে ঘোষণা করছে। ১৯ বছর বয়সী এই তরুণ প্রোটিয়া সাউথ আফ্রিকাকে ১৫তম যুব বিশ্বকাপে স্বাগতিকদের নেতৃত্ব দেবে।'

এর আগে টিগারকে অধিনায়কের পদ থেকে সরিয়ে দেয়ার পেছনে নিরাপত্তা ঝুঁকির কথা জানিয়েছিল প্রোটিয়া ক্রিকেট বোর্ড। টিগারের মন্তব্য হয়তো ইসরায়েলের বিরুদ্ধে সাউথ আফ্রিকার অবস্থানকে অস্থিতিশিল করে তুলবে বলেও ধারণা করছিল দেশটির ক্রিকেট বোর্ড। এ কারণেই তাকে সরিয়ে দেয়া হয়েছে। তবে তাকে দলের সঙ্গে রাখা হবে বলে নিশ্চিত করেছিল তারা।
জোহান্সবার্গে গত অক্টোবরে ‘ইহুদি অ্যাচিভার অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে ‘রাইজিং স্টার’ অ্যাওয়ার্ড পান টিগার। পুরষ্কার নেয়ার সময় তিনি বলেন, 'হ্যাঁ, আমি এই পুরস্কার পেয়েছি, আমি এখন উদীয়মান তারকা, কিন্তু সত্যিকারের উদীয়মান তারকা হলো ইসরায়েলের তরুণ সৈন্যরা...।'
তিনি ইসরায়েলকে পুরষ্কার উৎসর্গ করে তিনি আরও বলেন, 'তাই আমি পুরস্কারটি উৎসর্গ করতে চাই ওই দক্ষিণ আফ্রিকার পরিবারকে, যাদের এক ছেলে বিয়ে করেছে, আরেক জন এখনও নিখোঁজ রয়েছে। আমি এটি উৎসর্গ করতে চাই ইসরায়েল রাষ্ট্র ও যুদ্ধরত প্রতিটি সৈন্যকে, যাতে আমরা প্রবাসীদের মধ্যে বসবাস করতে পারি এবং উন্নতি করতে পারি।'
মূলত এই ঘটনা নিয়ে তোলপাড় শুরু হয় প্যালেস্টাইন সলিডারিটি অ্যালায়েন্স (পিএসএ) টিগারের বক্তব্যকে ‘উস্কানিমূলক এবং উত্তেজক রাজনৈতিক বিবৃতি’ উল্লেখ করে ক্রিকেট সাউথ আফ্রিকার কাছে বিবৃতি পাঠানোর পর। সঙ্গে সঙ্গে টিগারের বিরুদ্ধে ব্যবস্থা নেয় সিএসএ।
প্রোটিয়া ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বলা হয়, 'সব পরিস্থিতি বিবেচনা করে সিএসএ সিদ্ধান্ত নিয়েছে যে, এই টুর্নামেন্টের জন্য ডেভিডকে (টিগার) অধিনায়কত্ব থেকে অব্যাহতি দেওয়া উচিত। সকল খেলোয়াড়, দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল এবং ডেভিডের নিজের স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'