promotional_ad

আন্তর্জাতিক ক্রিকেটের কথা ভেবে ‘পাওয়ার হিটিংয়ে’ মনোযোগ শামীমের

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

বাংলাদেশের প্রস্তুতির ঘাটতি ছিল, মানছেন সালাহউদ্দিনও

২৬ ফেব্রুয়ারি ২৫
পাকিস্তান ম্যাচের আগে সংবাদ সম্মেলনে কথা বলছেন মোহাম্মদ সালাহউদ্দিন

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী ক্রিকেটার শামীম হোসেন পাটোয়ারি। অল্প সময়ের মধ্যেই নিজের পাওয়ার হিটিংয়ের দক্ষতার কারণে জাতীয় দলে জায়গা করে নিয়েছিলেন তিনি। তবে ধারাবাহিকতার অভাবে জাতীয় দল স্থায়ী হতে পারেননি শামীম। দরজায় কড়া নাড়ছে বিপিএল।


বাংলাদেশের সবচেয়ে বড় এই ক্রিকেট আসরে নিজেকে উজাড় করে দিয়ে আবারও জাতীয় দলে ফিরতে চান তিনি। সেই লক্ষ্য সামনে রেখেই নিজেকে প্রস্তুত করছেন শামীম। গত আসরের মতো এবারও রংপুর রাইডার্সের হয়ে বিপিএলে খেলবেন ডানহাতি এই ব্যাটার। এরই মধ্যে দলের সঙ্গে নিয়মিত অনুশীলন করছেন।



promotional_ad

নিজের প্রত্যাশার কথা জানিয়ে শামীম বলেছেন, 'নিজেদের প্রস্তুত করার এটাই সবচেয়ে ভালো জায়গা। ইচ্ছে মতো ব্যাটিং করতে পারি। সব মিলিয়ে নিজেকে গুছিয়ে নেয়ার ভালো জায়গা এটা। উইকেট যেমনই হোক এটা মানিয়ে নিয়ে আমাদের খেলতে হবে। আমি যেখানে ব্যাটিং করি রান তো সেট করা যায় না। দলের পরিস্থিতি বুঝে আমাদের ব্যাটিং করতে হবে। আমার প্রধান লক্ষ্য হলো যেখানেই ব্যাটিং করি ম্যাচ শেষ করে আসা।'


আরো পড়ুন

সকালে এসে রাসেলদের দুপুরে ম্যাচ খেলাকে আদর্শ মনে করেন না আশরাফুল

৩ ফেব্রুয়ারি ২৫
রংপুর রাইডার্সের হয়ে খেলতে এসে ব্যর্থ আন্দ্রে রাসেল, ক্রিকফ্রেঞ্জি

পাওয়ার হিটিং নিয়েই বেশি কাজ করছেন শামীম। দলটির হয়ে বিপিএলের শুরুর দিকে খেলার কথা রয়েছে বাবর আজমের। সাকিব আল হাসান দলটিকে নেতৃত্ব দেবেন। এ ছাড়া জতীয় দলের ক্রিকেটারদের মধ্যে রনি তালুকদার ও শেখ মেহেদীও আছেন দলটিতে। তবে ম্যাচ শেষ করার দায়িত্ব কাঁধে থাকবে শামীমেরই। সেই লক্ষ্যেই নিজেকে প্রস্তুত করছেন তিনি।


শামীমের ভাষ্য, 'পাওয়ার হিটিং নিয়েই কাজ করছি বেশি বেশি। আন্তর্জাতিক ক্রিকেটে যেন সমস্যা না হয় সেভাবেই নিজেকে প্রস্তুত করছি। কোনো সমস্যা হচ্ছে না। আমি সর্বশেষ কয়েকটি ম্যাচে টানা ভালো খেলেছি। একটা-দুইটা ম্যাচে খারাপ হতেই পারে হতাশ হওয়ার কিছু নেই। ঘুরে দাঁড়ানোর অনেক সুযোগ আছে।'



আগামী ১৯ জানুয়ারি পর্দা উঠছে বিপিএলের। সবার আগেই এবার অনুশীলন শুরু করেছে রংপুর। এদিক থেকে নিজেদেরকে সবচেয়ে এগিয়ে রাখছেন শামীম। যেকোনো পরিস্থিতিতে ব্যাটিং করার জন্যই নিজেকে প্রস্তুত রাখছেন মারকুটে এই ব্যাটার।


তিনি বলেন, 'সব দল থেকে আমরা একটু ভিন্ন। আমরা সবার আগে অনুশীলন শুরু করেছি। এটা একটা দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চাপের কিছু নেই। আমি সব সময় তৈরি থাকি। দল যেন যেকোনো পরিস্থিতিতে যেকোনো জায়গায় আমাকে নামাতে পারে এ জন্য আমি নিজেকে তৈরি করছি। চেষ্টা করব ম্যাচ শেষ করে আসার। যতক্ষণ সম্ভব উইকেটে থাকার চেষ্টা করব।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball