চট্টগ্রামে নাসিমের ভাই হুনাইন শাহ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু হতে সপ্তাহখানেকেরও কম সময় বাকি। দেশের ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় এই টুর্নামেন্টকে সামনে রেখে অনুশীলনও নেমে পড়েছে দলগুলো। রংপুর রাইডার্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পথে হেঁটেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সও।


পূবেরগাঁও ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (পিকেএসপি) মাঠে অনুশীলনে নামার দিনে হুনাইন শাহকে দলে ভিড়িয়েছে এখন পর্যন্ত শিরোপা জিততে না পারা দলটি। বিপিএলের এবারের মৌসুমে চট্টগ্রামের জার্সিতে খেলতে দেখা যাবে পেসার নাসিম শাহর ভাইকে। ক্রিকফ্রেঞ্জিকে বিষয়টি নিশ্চিত করেছে একটি সূত্র।


সবশেষ পাকিস্তানের ন্যাশনাল টি-টোয়েন্টিতে বল হাতে আলো ছড়িয়েছেন হুনাইন। লিস্ট ‘এ’ ক্রিকেটে মাত্র ২৬ রানে ৬ উইকেট নেয়ার কীর্তিও আছে তরুণ এই পেসারের। এমন পারফরম্যান্সের পর পিএসএলে দল পেয়েছেন তিনি। হুনাইনকে দলে নিয়েছে ইসলামাবাদ ইউনাইটেড।


promotional_ad

একই দলের হয়ে খেলবেন তার দুই ভাই নাসিম এবং উবাইদ শাহ। এবার দেশের বাইরে বিপিএলে খেলতে দেখা যাবে হুনাইনকে। পিএসএলে দল পাওয়ায় ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত পাওয়া যাবে তরুণ এই পেসারকে। এরপর পিএসএল খেলতে অন্যান্যদের মতো তিনিও পাকিস্তানে ফিরে যাবেন।


চট্টগ্রামের পেস ইউনিটে তরুণ হুনাইন ছাড়াও আছেন কার্টিস ক্যাম্ফার, বিলার খান, স্টিফেন স্কিনাজি, মোহাম্মদ হাসনাইন। দেশি ক্রিকেটার হিসেবে পেস ইউনিটে আছেন সালাউদ্দিন শাকিল, শহিদুল ইসলাম এবং আল আমিন হোসেন পেসাররা।


ড্রাফটের আগে গত মৌসুমের দল থেকে শুভাগত হোম, জিয়াউর রহমান এবং নিহাদ উজ জামানকে রিটেইন করে তারা। বিদেশি ক্রিকেটার হিসেবে এবার চট্টগ্রামের জার্সিতে খেলতে আসছেন উইল জ্যাকস, আভিস্কা ফার্নান্দো, কুশল মেন্ডিস, আব্দুল্লাহ শফিক, নাজিবউল্লাহ জাদরানরা।


চট্টগ্রাম চ্যালেঞ্জার্স-


শুভাগত হোম, জিয়াউর রহমান, নিহাদ উজ জামান, শহিদুল ইসলাম, মোহাম্মদ হারিস, নাজিবউল্লাহ জাদরান, আব্দুল্লাহ শফিক, কুশল মেন্ডিস, স্টিফেন স্কিনাজি, মোহাম্মদ হাসনাইন, আভিস্কা ফার্নান্দো, উইল জ্যাকস,  তানজিদ হাসান তামিম, আল আমিন সিনিয়র, সৈকত আলী, ইমরানউজ্জামান, কার্টিস ক্যাম্ফার, বিলাল খান, শাহাদাত হোসেন দিপু, সালাউদ্দিন শাকিল।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball